- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৪, ২০২৪
ভোটে জিতলেও এখনই ক্রিকেট ছাড়বেন না সাকিব আল হাসান
আগামী ৭ জানুয়ারী বাংলাদেশে সাধারণ নির্বাচন। এবার আওয়ামী লিগের হয়ে প্রার্থী হয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। মাগুরা ১ আসন থেকে তিনি নির্বাচনে লড়ছেন। ক্রিকেট থেকে এখনও অবসর নেননি সাকিব। মাসখানেক আগে জানিয়েছিলেন, দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন। যদি ভোটে জেতেন, তাহলে কী করবেন সাকিব? এই নিয়ে ভোটের আগেই প্রশ্ন উঠে গেছে।
বাংলাদেশে ক্রিকেটারদের রাজনীতিতে আসা নতুন নয়। এর আগে মাশরাফি মোর্তাজা খেলতে খেলতেই রাজনীতিতে এসেছিলেন। নড়াইল ২ আসন থেকে আওয়ামী লিগের হয়ে ভোটে দাঁড়িয়ে জেতেন। সাংসদ হওয়ার পরও দেশের হয়ে খেলেছেন। সুতরাং ভোটে জিতলে সাকিবেরও দেশের হয়ে খেলতে কোনও সমস্যা হবে না। ভোটে জিতে সাংসদ হলে ক্রিকেট এবং রাজনীতির মধ্যে ভারসাম্য রাখতে সমস্যা হবে না বলে মনে করছেন সাকিব।
ভোটে জিতলে ক্রিকেট থেকে অবসর নেবেন কিনা সেই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি কী অবসর নিয়েছি? যদি এখনও পর্যন্ত অবসর না নিয়ে থাকি তাহলে এই প্রসঙ্গ আসছে কেন? ক্রিকেট ও রাজনীতির মধ্যে ভারসাম্য রাখতে কোনও সমস্যা হবে না।’ তাঁর কথাতেই ইঙ্গিত, সাংসদ হলেও ক্রিকেট ছাড়তে চান না। তবে সাকিবের মূল লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া।
আগের সাধারণ নির্বাচনেই প্রার্থী হতে চেয়েছিলেন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদনও জানিয়েছিলেন। কিন্তু দেশের ক্রিকেটের জন্য সাকিবকে প্রার্থী করেননি হাসিনা। এবার অবশ্য ভোটে দাঁড়ানোর অনুমতি দিয়েছেন।
❤ Support Us