Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৩০, ২০২৩

প্রস্তুতি ম্যাচে জিতেও বড় ধাক্কা বাংলাদেশের, প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রস্তুতি ম্যাচে জিতেও বড় ধাক্কা বাংলাদেশের, প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

সমস্যা যেন কিছুতেই পেছন ছাড়ছে না বাংলাদেশের। তামিম ইকবাল বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবার সমস্যা। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ জিতেও বড় ধাক্কা বাংলাদেশের। চোটের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের। ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপের সময় ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান সাকিব। চোটের জন্য তিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলবেন না সাকিক। চোটের যা অবস্থা, ৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেও হয়তো খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক।
সাকিবকে ছাড়াই অবশ্য প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হেলায় হারাল বাংলাদেশ। বাংলাদেশের জয় ৭ উইকেটে।
গুয়াহাটির ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ৬৪ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। স্পিনারদের হাত ধরে ম্যাচে ফেরে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের সঙ্গে দুর্দান্ত বোলিং করেন মাহেদী হাসান। ৩৬ রানে ৩ উইকেট তুলে নেন মাহেদী। ৩২ রানে ১ উইকেট মিরাজের। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন পাথমু নিসাঙ্কা (‌৬৮)‌। ধনঞ্জয় ডি সিলভা করেন ৫৫।
তামিম ইকবাল সুযোগ না পাওয়ায় ওপেনিং জুটি নিয়ে চিন্তা ছিল বাংলাদেশের। লিটন দাসের সঙ্গে ওপেন করেন তানজিদ হাসান। দলকে ভরসা দিলেন। ওপেনিং জুটিই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। তানজিদ ও লিটনের জুটিতে ওঠে ১৩১। ৬১ রান করে আউট হন লিটন। ৮৪ রান করেন তানজিদ। তৌহিদ হৃদয় (‌০)‌ রান না পেলেও বাংলাদেশকে জয় এনে দেন মেহেদি হাসান মিরাজ (‌অপরাজিত ৬৭)‌ ও মুশফিকুর রহিম (‌অপরাজিত ৩৫)‌ ৪২ ওভারেই ২৬৪/‌৩ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!