- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৬, ২০২৪
সাকিবের বোলিংয়ে এবার নিষেধাজ্ঞা জারি বাংলাদেশ বোর্ডের

ত্রুটিপূর্ণ অ্যাকশনের জন্য সাকিব আল হাসানের বোলিংয়ে ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করল। আপাতত আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব। আইসিসি-র নির্দেশ পেয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।
সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার সময় সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এই প্রথম সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। এরপর ১০ ডিসেম্বর সেই পরীক্ষার ফল হাতে পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই পরীক্ষায় বোলিং অ্যাকশন নিখুঁত প্রমাণ করতে পারেননি সাকিব। কোনও ধরনের ক্রিকেটে বোলিং করতে পারবেন না।
বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হলেই আবার বোলিং করতে পারবেন সাকিব। আপাতত তিনি ব্যাটার হিসেবে খেলতে পারবেন। নিয়ম মেনেই তাই সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইসিসি অনুমোদিত সমস্ত দেশের ঘরোয়া প্রতিযোগিতাতেও আপাতত সাকিব বোলিং করতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আবার পরীক্ষার পর বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন সাকিব।
চলতি বছর চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সাকিব। এই বছরই তিনি আওয়ামি লিগের টিকিটে সাংসদ হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরতে পারেননি। টি২০ বিশ্বকাপের পর অবসর নিয়েছেন। শেষ টেস্ট মীরপুরে খেলার জন্য রওনা দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু দেশে ফেরার অনুমতি পাননি। একদিনের আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেননি শাকিব। তবে তাঁকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে রাখেনি বাংলাদেশ। এই মুহুর্তে তিনি শ্রীলঙ্কায় টি১০ লিগ খেলছেন। তবে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা জারি থাকায় সাধারণ ব্যাটার হিসেবেই খেলছেন।
❤ Support Us