- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৩, ২০২৩
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে না খেললেও সাকিবকে নিয়ে অনিশ্চয়তা কাটছে

প্রথম প্রস্তুতি ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বাংলাদেশ অধিনায়কের। সাকিবকে নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তিনি প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন বলে বাংলাদশে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
ম্যাচের আগে বাংলাদেশকে এদিন নেতৃত্ব দিতে নামা নাজমুল হাসান শান্ত বলেন, ‘সাকিব সম্পূর্ণ ফিট হয়ে গেছে। প্রথম ম্যাচে খেলতে কোনও সমস্যা হবে না।’ সুস্থতার পথে এগিয়ে গেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অবশ্য খেলার ঝুঁকি নেননি সাকিব। তাঁর পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০ ওভার খেলার পর বৃষ্টি নামে। সেই সময় বাংলাদেশের রান ছিল ১৫৪/৩। এরপর খেলা বন্ধ থাকে প্রায় ৩ ঘণ্টা। বৃষ্টির জন্য ম্যাচে ব্যাঘাত ঘটায় ওভার সংখ্যা কমিয়ে ৩৭ করা হয়। বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে তোলে ১৮৮। লিটন দাস (৫), নাজমুল হোসেন শান্ত (২) রান না পেলেও নিজেদের মেলে ধরেন তানজিদ হাসান (৪৫) ও মেহেদি হাসান মিরাজ (৭৪)। তামিমের অভাব মেটানোর জন্য তিনি যে তৈরি, দুটি ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন তানজিদ। বাংলাদেশের বাকি ব্যাটাররা রান পাননি। এদিনের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক ৯ জন বোলারকেই ব্যবহার করেন। রিস টপলে ২৩ রানে নেন ৩ উইকেট।
জয়ের জন্য ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭ ওভারে ১৯৭। দাওয়িদ মালান (৪) প্রথম ওভারে ফিরে গেলেও ইংল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে দেন জনি বেয়ারস্টো (৩৪), জো রুট (অপরাজিত ২৬), জস বাটলার (৩), মইন আলিরা (৫৬)। ২৪.১ ওভারে ১ উইকেট বারিয়ে ১৯৭ রান তুলে জিতে নেয় ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশও এদিন ৮ জন বোলারকে ব্যবহার করে।
❤ Support Us