Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ৫, ২০২৪

আবার বিতর্কে জড়িয়ে পড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার বিতর্কে জড়িয়ে পড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান

আবার বিতর্কে জড়িয়ে পড়লেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে নতুন সমস্যায় পড়েছেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
সম্প্রতি নিজ দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি সাকিব। বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলছেন। সেখানে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক ধরা পড়েছে। সমারসেটের বিপক্ষে ম্যাচের সময় সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের। এখন সাকিবকে ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। অ্যাকশন ত্রুটিমুক্ত হলে আবার ইংল্যান্ডে বোলিং করতে পারবেন। তবে সাকিবের বিরুদ্ধে এই অভিযোগ আন্তর্জাতিক ম্যাচে কোনও প্রভাব ফেলবে না।
আইসিসি টি২০ বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ খেলার কথা থাকলেও বাংলাদেশে খুনের অভিযোগে অভিযুক্ত সাকিব নিরাপত্তার কারণে দেশে ফেরেননি। সেই কারণে জীবনের শেষ টেস্ট খেলতে পারেননি। তাঁর শেষ টেস্ট ছিল ভারতের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন সাকিব। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়াটা সাকিবের কাছে উদ্বেগের বিষয়।
বাংলাদেশের হয়ে ৭১টি টেস্ট, ২৪৭টি একদিনের ম্যাচ ও ১২৯টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব। টেস্ট ক্রিকেটে সাকিবের রান ৪৬০৯। উইকেট নিয়েছেন ২৪৬টি। একদিনের ক্রিকেটে ৭৫৭০ রান করার পাশাপাশি ৩১৭টি উইকেটও নিয়েছেন। টি২০ ফরম্যাটে তাঁর নামের পাশে ২৫৫১ রানের পাশাপাশি ১৪৯টি উইকেট রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!