Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৭, ২০২৩

সাকিব, লিটন ছাঁটাই।গম্ভীর পরামর্শে নাইট বাহিনীতে থাকছেন রাসেল

আরম্ভ ওয়েব ডেস্ক
সাকিব, লিটন ছাঁটাই।গম্ভীর পরামর্শে নাইট বাহিনীতে থাকছেন রাসেল

বেশ কয়েক বছর ধরে আইপিএলে চূড়ান্ত ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। গত ২ বছর তো প্লে অফেই পৌঁছতে পারেনি। সাফল্যের আশায় সামনের মরশুমের জন্য দল খোলনলচে পাল্টে ফেলার সিদ্ধান্ত নিল নাইট রাইডার্স কর্তৃপক্ষ। গত মরশুমের দল থেকে ১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলল। ছাঁটাইয়ের তালিকায় সাকিব আল হাসান, লিটন দাসরাও। তবে আশ্চর্যজনকভাবে রেখে দেওয়া হয়েছে গত মরশুমে চূড়ান্ত ব্যর্থ হওয়া আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে। মূলত নব নিযুক্ত মেন্টর গৌতম গম্ভীরের পরামর্শেই এই দুই ক্রিকেটারকে রেখে দেওয়া হয়েছে।

আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়া হতে, বেশ কিছুদিন ধরেই এমন কথা শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ২০১৫ সাল থেকে নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলছেন রাসেল। নবনিযুক্ত মেন্টর গৌতম গম্ভীরের নেতৃত্বেও খেলেছেন। সুনীল নারাইনও গম্ভীরের নেতৃত্বে নাইট রাইডার্সে খেলেছেন। গম্ভীরই এই দুই ক্রিকেটারকে রেখে ব্যাপারে নাইট কর্তাদের কাছে সওয়াল করেন।

ছাঁটাইয়ের ব্যাপারে চমক দিয়েছে নাইট রাইডার্স। দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে লড়াইয়ে গত সংস্করণে আইপিএল খেলা হয়নি সাকিব আল হাসানের। লিটন দাসও আইপিএল শুরুর হওয়ার বেশ কিছুদিন পরে এসেছিলেন। দুটি ম্যাচে সুযোগ পেলেও নিজেকে মলে ধরকে পারেননি। আইপিএল শেষ হওয়ার আগেই দেশে ফিরে যান। এই দুই ক্রিকেটারের ওপর বেজায় ক্ষিপ্ত ছিলেন নাইট কর্তারা। তাই সামনের মরশুমের জন্য আর দলে রাখেননি।

সাকিব, লিটন ছাড়াও টিম সাউদি, লকি ফার্গুসন, জনসন চার্লস, ডেভিড উইসের মতো বিদেশিদেরও ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। শার্দূল ঠাকুর, উমেশ যাদব, এন জগদীশনদেরও ছেড়ে দেওয়া হয়েছে। গত মরশুমে শ্রেয়স আয়ার চোট পাওয়ায় নীতীশ রানা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। শ্রেয়স আয়ার ফিট হয়ে উঠেছেন। দেশের হয়ে দুর্দান্ত খেলছেন। সামনের মরশুমে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। নিলাম থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে কিনে দলে ভারসাম্য নিয়ে আসতে চাইছেন নাইট কর্তারা।

কলকাতা নাইট রাইডার্স যেসব ক্রিকেটারকে রেখে দিল:‌ নীতীশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, জেসন রয়, সুযশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
যাদের ছেড়ে দিয়েছ:‌ সাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড উইসে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!