- ভা | ই | রা | ল
- মার্চ ১৩, ২০২৩
শাকিরার বাজিমাত। স্বামীর নিন্দে গেয়ে গিনিসবুকে চার রেকর্ড
চিত্র : সংবাদ সংস্থা
পপ সাম্রাজ্ঞীর আবার স্বমহিমায় প্রত্যাবর্তন।একসময় তাঁর হিপস ডোন্ট লাইয়ে আন্দলিত হয়েছিল গোটা দুনিয়া।এবার স্বামীর নিন্দে গেয়ে গিনিসবুকে গড়লেন নজির। গত বছর জুনে মাসে, প্রাক্তন স্বামী, স্পানিস ফুটবল তারকা জেরাড পিকের সঙ্গে বিচ্ছেদ হয় শাকিরার।তার মাস ছয়েকের মধ্যেই জেরাডকে বিঁধে গান লিখলেন ওয়াকা ওয়াকার গায়িকা।এবছর জানুয়ারিতেই সেই মিউজিক ভিডিও প্রকাশ্যে আসে। তাঁর এই গানে সঙ্গত দিয়েছেন ডিজে বিজারাপ।
.@bizarrap and @shakira perform “Shakira: Bzrp Music Sessions, Vol. 53”!
Watch the full performance ⬇️https://t.co/Rpctve8LOn#FallonTonight pic.twitter.com/tXlnqN2NNQ
— The Tonight Show (@FallonTonight) March 11, 2023
মুক্তির পর ইউটিউবে ভাইরাল হয় নতুন গান।২৪ঘন্টায় সবথেকে বেশি দর্শকচিত্ত স্পর্শ করে রেকর্ড গড়ে এই লাতিন সঙ্গীত। প্রায় ১০ কোটি দর্শক এখনও পর্যন্ত কলম্বিয় তারকার নতুন ল্যাটিন গানের ভিডিওটি দেখেছেন। শুধুমাত্র ইউটিউব নয়, স্পটিফাইতেও মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে দর্শক সংখ্যা ১ কোটি ৪৪ লক্ষ ছাড়িয়ে যায়। সাতদিনের মধ্যে তা হয়েছে ৮ কোটি ৬ লক্ষ। সেই জনপ্রিয়তার বিচারেই শাকিরা এবং তাঁর সঙ্গী ডিজে বিজারাপকে স্বীকৃতি জানাল গিনিসবুক। গত শুক্রবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাঁদের নাম ঘোষণা করে।
❤ Support Us








