- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৫, ২০২৫
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্রাত্য সামি, সরফরাজ। বাংলা থেকে সুযোগ পেলেন আকাশদীপ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে জায়গা পাননি । বাংলার হয়ে রনজি ট্রফিতে মাঠে নেমে দুরন্ত বোলিং করে নির্বাচকদের জবাব দিয়েছিলেন । উত্তরাখণ্ড ও গুজরাটের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে তুলে নিয়েছিলেন ১৫ উইকেট । তবুও জাতীয় দলে উপেক্ষিতই থেকে গেলেন মহম্মদ সামি । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ২ টেস্টের সিরিজে দলে জায়গা হয়নি বাংলার এই জোরে বোলারের । তবে দলে ফেরানো হয়েছে আকাশদীপকে । দলে জায়গা পাননি সরফরাজ খানও ।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে । চোট সারিয়ে দীর্ঘদিন পর আবার জাতীয় দলে ফিরলেন ঋষভ পন্থ । তিনিই দলের সহ–অধিনায়ক। নেতৃত্বে শুভমান গিল । এছাড়া দলে সুযোগ পেয়েছেন: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশদীপ ।
সকলের নজর ছিল মহম্মদ সামির দিকে । রনজির প্রথম দুটি ম্যাচে ভাল বোলিং করেছিলেন । তাঁকে নিয়ে সকলে আশাবাদীও ছিলেন । সামি নিজেও দলে ফেরার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন । গুজরাট ম্যাচের পর ইডেনে ঘনিষ্ট মহলে বলেছিলেন, ‘এবার নিশ্চয় দলে সুযোগ পাব ।’ ইডেনে বাংলা–গুজরাট ম্যাচে জাতীয় নির্বাচক আরপি সিং উপস্থিত ছিলেন । সামির সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথাও বলেন । কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য দল নির্বাচনে সামির দিকে ফিরেও তাকালেন না জাতীয় নির্বাচকরা ।
অভিমন্যু ঈশ্বরণের দিকেও ফিরে তাকাননি নির্বাচকরা । পরিস্কার বোঝা যাচ্ছে, সামি ও ঈশ্বরণকে আর জাতীয় দলের জন্য ভাবছেন না । তবে আকাশদীপকে আবার ডাকা হয়েছে । প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় তিনি সুযোগ পেয়েছেন । ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ । চোট সারিয়ে তিনিও দলে ফিরেছেন । বাদ পড়েছেন নারায়ণ জগদীশন । আবারও ব্রাত্য থেকে গেলেন সরফরাজ খান ।
এদিন, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় ‘এ’ দলও ঘোষণা করা হয়েছে । রোহিত শর্মা, বিরাচ কোহলিরা এই সিরিজে খেলেন কিনা, সেটাই ছিল দেখার । দুই তারকাকে দলে রাখেননি নির্বাচকরা । দলের নেতৃত্বে তিলক ভার্মা, সহ–অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় । দলের বাকি সদস্যরা হলেন: অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ইশান কিশান (উইকেটকিপার), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, বিপরাজ নিগম, মানব সুতার, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আমেদ, প্রভসিমরন সিং
❤ Support Us






