Advertisement
  • বৈষয়িক
  • জানুয়ারি ২, ২০২৩

আয়কর বিভাগের বিশেষ গুরুত্বপূর্ণ পদে প্রথম বাঙালি কমিশনার সামসের আলম

আরম্ভ ওয়েব ডেস্ক
আয়কর বিভাগের বিশেষ গুরুত্বপূর্ণ পদে প্রথম বাঙালি কমিশনার সামসের আলম

আয়কর বিভাগের নতুন কমিশনার হলেন শেখ সামসের আলম। ২০২৩ জানুয়ারিতে তিনি আয়কর বিভাগের বিশেষ গুরুত্বপূর্ণ পদে নতুন কমিশনার হিসেবে যোগ দিতে চলেছেন। স্বাধীনতার পর তিনিই সম্ভবত প্রথম বাঙালি যিনি, এই পদে আসীন হতে চলেছেন।

শেখ সামসের আলমের জন্ম হাওড়ার বাগনানে।কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশুনা। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের পরীক্ষা দেন। ১৯৯০ সালে চাকরিতে যোগ দেন তিনি। 

কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে জড়িয়ে রেখেছেন সামসের। অর্থাভাব যাতে মেধাবিকাশে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য গড়ে তুলেছেন একটি ইংরেজী মাধ্যম উচ্চমাধ্যমিক স্কুল।আর্থিক প্রতারণ সংস্থাগুলোর বিরুদ্ধে গণ সচেতনতা বাড়াতে উৎসাহ যুগিয়েছেন চলচ্চিত্র নির্মাণে।পাশাপাশি, প্রাকৃতিক বিপর্যয় সহ যেকোনো সামাজিক সঙ্কটে মানব কল্যাণের এই অগ্রদূত অকাতরে বাড়িয়েছেন সহানুভূতির হাত। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!