- স্মৃ | তি | প | ট
- জুন ২৮, ২০২২
বহুমুখী শিল্পের কিংবদন্তী পালনজি প্রয়াত। ঘুমের মধ্যেই মৃত্যু । শোকস্তব্ধ ভারত ।

ঘুমের মধ্যেই বিদায় নিলেন ভারতীয় নির্মাণ শিল্পের কিংবদন্তী পালনজি মিস্ত্রি। শাপুরজি গ্রুপের কর্ণধার। দক্ষিণ মুম্বইয়ে, নিজের বাসভবনে, সোমবার শেষ রাতে । বয়স হয়েছিল ৯৩ বছর।১৫০ বছরের সংস্থা শাপুরজি–পালনজি গ্রুপের সাফল্যের পিছনে কৃতিত্ব তাঁর অস্যামান্য । পশ্চিম ভারতের মহারাষ্ট্র আর গুজরাট ছুঁয়ে ক্রমান্বয়ে পালনজির কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে দেশের নানা অঞ্চলে। গুজরাটের এক পারসি পরিবারে জন্ম। টাটা গোষ্ঠির বহুমুখী ব্যবসার অন্যতম শরিক তাদের সংস্থা । ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত । কালক্রমে ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট, জল, বিদ্যুৎ ও ফিনান্সিয়াল সার্ভিস—এরকম নানা ক্ষেত্রে পালানজিরা ছড়িয়ে পড়েন । এই বিস্তৃতির নেপথ্য কারিগর ছিলেন পালনজি মিস্ত্রি । বিশ্বের ৫০ দেশে তাদের কাজকর্ম প্রবাহিত । একসময় পালানজি ছিলেন সংস্থার চেয়ারম্যান। তাঁর সিদ্ধান্ত শেষ কথা হলেও সহকর্মীদের মতামতকে গুরুত্ব দিতেন। কর্মসংস্কৃতিতে গণতন্ত্রের যে আবহ থাকা দরকার তা থেকে কখনও বিচ্যূত হন নি। এক্ষেত্রে শিল্পজগতে তিনি আরেক বেনজির দৃষ্টান্ত । পালনজির বড় ছেলে শাপুরজি এখন সংস্থার শুধু চেয়ারম্যান নন, পারিবারিক ঐতিহ্যের অনড় উত্তারাধীকারীও। ছোট ছেলে সাইরাস মিস্ত্রি ২০১২ থেকে ১৬ পর্যন্ত টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। প্রয়াত পালনজির দুই মেয়ে, দুই ছেলে। তাঁরই আগ্রহে গত শতকের শেষ দশকে পালানজিরা বাংলার নির্মাণ শিল্পে আগ্রহী হয়ে ওঠেন । রাজারহাটে বড়ো বড়ো প্রকল্প গড়ে তোলেন। প্রশস্থ চত্বরে মনোহর আবাসন, সুউচ্চ ফ্ল্যাটবাড়ি পাশাপাশি মসৃণ রাস্তা, নিরাপত্তা ব্যবস্থা খদ্দেরকুলের আকর্ষণের উৎস হয়ে ওঠে। প্রয়াত পালানজির স্বপ্নকে ছুঁয়ে বাংলার নির্মাণ শিল্প যেদিকে যাবার কথা, কেন জানি পরে থমকে যায়। বিশ্ব তাঁকে সম্মান দিয়েছে । ফোবর্স-এর সমীক্ষায় তাঁর স্থান ছিল ১৪৩। ভারত সরকার ২০১৬ সালে পালনজিকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে সম্মান জানান । এ সম্মানের চেয়েও তাঁর প্রাপ্য ছিল অনেক বেশি। দক্ষতা আর কর্মসংস্কৃতি নির্মাণের ওজনও অনেককে ছাড়িয়ে যায় । ভারত পালানজিকে ভুলবে না । নাগিকদের জন্য আধুনিক বাসস্থান গড়ে তোলার পরিসরে অদ্বিতীয় হয়ে থাকবে তাঁর সৃষ্টিশীল ব্যক্তিত্ব ।
পালনজির মৃত্যুতে ভারত শোকাহত। একাধিক শিল্পপতিরা শোক প্রকাশ করে বলেছেন, তাঁর শূন্যতা সহজে পূরন হবে না । শোক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালানজির পরিবার ও বন্ধুদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন ।
❤ Support Us