Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ২৮, ২০২৩

রবীন্দ্রসদন-আকাদেমি প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে ‘শারদ বই পার্বণ’, চলবে ৬ অক্টোবর পর্যন্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
রবীন্দ্রসদন-আকাদেমি প্রাঙ্গণে আজ থেকে শুরু হচ্ছে ‘শারদ বই পার্বণ’, চলবে ৬ অক্টোবর পর্যন্ত

বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। শারদ উৎসবের অপরিহার্য অঙ্গ বই। বই ছাড়া, পূজাসংখ্যা ছাড়া দুর্গাপূজা যেন নিষ্প্রভ পাঠকদের কাছে। আই এই শারদ উত্সবকে কেন্দ্র করে প্রতি বছর গিল্ডের উদ্যোগে সরব বই পার্বণ হয়। এই বছরের শারদ বই পার্বণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।  আজ থেকে রবীন্দ্রসদন-আকাদেমি প্রাঙ্গণে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে শারদ বই পার্বণ শুরু হচ্ছে, চলবে ৬ অক্টোবর পর্যন্ত। বেলা ২’টো থেকে রাত ৮’টা পর্যন্ত খোলা থাকবে শারদ বই পার্বণ। সব বইয়ে আকর্ষণীয় ছাড় থাকবে বলে জানিয়েছে গিল্ড।

এদিকে বুধবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের নতুন কমিটি গঠিত হয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের ৪৭ তম বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। ফের গিল্ডের সভাপতি হয়েছেন ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন  সুধাংশুশেখর দে। এই দু’জন এই পদেই ছিলেন, পুনরায় একই পদে তাঁরাই নির্বাচিত হয়েছেন। মোট ১২ জনকে নিয়ে সর্বসম্মতভাবে গিল্ডের কর্মসমিতি গঠন করা হয়েছে বলে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে।
গিল্ডের তরফে আগেই জানানো হয়েছিল  আগামী বছরের বইমেলা এগিয়ে আনা হচ্ছে। সেই ঘোষণা অনুযায়ী আগামী ২০২৪-এর বইমেলা শুরু হবে ১৮ জানুয়ারি। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আগামী বছর বইমেলার স্থায়িত্ব গত বছরের তুলনায় দু’দিন বেশি হচ্ছে।
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক। এছাড়া কলকাতা লিটেরেচর ফেস্টিভ্যাল, বুক পাবলিশিং কোর্স, গ্রামে গ্রামে বইমেলা, তোমার আমার বইমেলা, শারদ বই পার্বণ, শারদীয়া বুক ফেস্টিভ্যাল-এর আয়োজন করে থাকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!