- দে । শ
- এপ্রিল ৮, ২০২৩
আদানি ইস্যুতে শরদ মন্তব্যের জেড়ে বিরোধী ঐক্যে কী ফাটল ?
শরদ পরামর্শ, যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি ছেড়ে মূল্য বৃদ্ধি, কৃষক সঙ্কট, বেকারত্ব নিয়ে সরব হওয়া উচিত বিরোধীদের
হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে নতুন বিতর্ক মাথাচাড়া দিল এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের একগুচ্ছ বিস্ফোরক মন্তব্যের জেরে। শুক্রবার একটি টিভি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউয়ের পরে সাংবাদিক সম্মেলন করে শরদ পাওয়ার বলেছেন, আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের কোনও প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। তার চেয়ে এই ইস্যুতে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি তদন্ত করলেই তা নির্ভরযোগ্য ও নিরপেক্ষ হবে।
এদিন নিজের বক্তব্যের সমর্থনে্ ব্যাখ্যাও পেশ করেছেন শরদ পাওয়ার। তিনি বলেছেন, হিন্ডেনবার্গ ইস্যুতে বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবি জানালেও কার্যত এতে কাজের কাজ কিছুই হবে না। কারণ যৌথ সংসদীয় কমিটিতে যে ২১জন সদস্য থাকবেন, নিয়মানুসারে এঁদের মধ্যে ১৫জন সরকার পক্ষের সদস্য থাকবেন। এছাড়া বিরোধী অথবা অন্য রাজনৈতিক দলের সর্বোচ্চ ৬জন সদস্য থাকবেন। ফলে কেন্দ্রীয় সরকারের পক্ষেই যাবে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট।
সাংবাদিকরা শরদ পাওয়ারকে এদিন প্রশ্ন করেছেন, তাঁর এই অভিমত বিরোধী ঐক্যের পরিপন্থী হবে বলে তিনি মনে করেন কিনা। জবাবে পাওয়ার বলেছেন, এনসিপি তো যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবির সঙ্গে সহমত। তবে এতে কাজের কাজ কিছু হবে না। কেবলমাত্র যৌথ সংসদীয় কমিটির দাবির ওপর বিরোধী রাজনৈতিক দলগুলির ঐক্য নির্ভরশীল, এটা ভাবা একেবারেই ঠিক হবে না।
এদিন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এও জানিয়েছেন, আমি জানি না হিন্ডেনবার্গ আদতে কী। বিদেশি সংস্থা হিন্ডেনবার্গ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। আমাদের এই বিষয়ও চিন্তাভাবনা করে দেখা উচিত।
একইসঙ্গে এদিন পাওয়ার আদানি-আম্বানিদের স্বপক্ষেই সওয়াল করেন। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেছেন, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার জন্যে আম্বানি-আদানিদের নাম টেনে আনা হচ্ছে। কিন্তু দেশের জন্যে আম্বানি ও আদানির অবদানও আমাদের বিবেচনা করা উচিত।
এদিন শরদ পাওয়ার বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলির হিন্ডেনবার্গ রিপোর্টের ভিত্তিতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি ছাড়া দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির প্রতি নজর দেওয়া। যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উত্তরোত্তর বাড়ছে, কৃষকরা যে সঙ্কটজনক পরিস্থিতিতে রয়েছেন অথবা বেকারত্বের মতো সমস্যাগুলিকে এবার গুরুত্ব দেওয়া উচিত বিরোধীদের। বিরোধীরা হিন্ডেনবার্গ রিপোর্টকে অযথা অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে। বলাবাহুল্য, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের এই অবস্থান নতুন করে বিতর্ক সৃষ্টি করল বিরোধী শিবিরে।
❤ Support Us