Advertisement
  • বি। দে । শ
  • মার্চ ৪, ২০২৪

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

অবশেষে দীর্ঘদিনের অচলাবস্থা কাটল পাকিস্তানের। দেশের ক্ষমতা থাকল নওয়াজ পরিবারের হাতেই। তবে নওয়াজ শরিফ নন, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) পার্টির প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। রবিবার দেশের ২৪ তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহন করেছেন। শাহবাজ হারিয়েছেন ইমরামন খানের পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (‌পিটিআই) পাটির প্রার্থী ওমর আয়ুবকে।‌

প্রধানমন্ত্রী পদের জন্য মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) পার্টির প্রেসিডেন্ট শাহবাজ শরিফ ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (‌পিটিআই) পাটির প্রার্থী ওমর আয়ুব শনিবার মনোনয়ন জমা দিয়েছিলেন। রবিবার জাতীয় পরিষদের অধিবেশনে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে শাহবাজ শরিফ পান ২০১টি ভোট। অন্যদিকে ওমর আয়ুব পান ৯২টি ভোট। পাকিস্তানের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী হতে হলে জাতীয় পরিষদের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জন সদস্যের ভোট পেতে হবে।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনের মধ্যে ২৬৪টি আসনে ভোট হয়। একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনে নির্বাচন হয়নি। নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯০ আসনে জয়ী হন। ৭৯ আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকে পিএমএল–এন। ৫৪টি আসন পেয়ে তৃতীয় স্থান পায় পাকিস্তান পিপলস পার্টি (‌পিপিপি)‌।

নির্বাচনে কোনও দলই এককভাবে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর পিএমএল–এন ও পিপিপি জোটবদ্ধভাবে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়। পিপিপি ছাড়াও শাহবাজ শরিফকে সমর্থন জানিয়েছে মুত্তাহিদা কাওমি মুভমেন্ট–পাকিস্তান (এমকিউএম–পি) ও ইস্তেকাম–ই–পাকিস্তান পার্টি। অন্যদিকে, ওমর আয়ুবকে সমর্থন জানায় সুন্নি ইত্তেহাদ কাউন্সিল। সংরক্ষিত আসনের জন্য সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেয় পিটিআই।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!