- এই মুহূর্তে দে । শ
- মে ২৪, ২০২৩
পাক প্রতিরক্ষামন্ত্রীর ইঙ্গিত, নিষিদ্ধ হতে পারে ইমরানের দল তেহরিকি ইনসাফ

ইমরান খানের দল পিটিআই কি এবার নিষিদ্ধ হতে চলেছে পাকিস্তানে? পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার এক টেলিভিশন ভাষণে যা বলেছেন তাতে স্পষ্ট হচ্ছে তেমনি ইঙ্গিত। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার বলেছেন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলটি নিষিদ্ধ হতে পারে। আসিফ বলেছেন, “সরকার এই প্রস্তাবটি বিবেচনা করছে কারণ পিটিআই এবং এই দলের সদস্যরা “রাষ্ট্রের ভিত্তিকে” আক্রমণ করেছে, এটা সহ্য করা যায় না।”
এই মাসের শুরুতে ইমরানের গ্রেফতারির পরে যে অচলাবস্থা পাকিস্তানে শুরু হয়েছিল সে সম্পর্কে আসিফ বলেছিলেন, “৯ মে যা হয়েছিল তা স্বতঃস্ফূর্ত ছিল না। এটা পূর্বপরিকল্পিত ছিল, তাই এই পটভূমিতে নিষেধাজ্ঞার কথা বিবেচনা করার সম্ভাবনা রয়েছে।”
তবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আসিফের বক্তব্যের পর ইমরানের আইনজীবীদের একজন সিনেটর সৈয়দ আলী জাফর সাংবাদিকদের বলেন, “যদি এমন কোনও পদক্ষেপ নেওয়া হয় আমি নিশ্চিত এই আদালত তা সঙ্গে সঙ্গে বাতিল করবে।”
বিশেষজ্ঞরা আসিফের এই মন্তব্যের পর পাক সরকারকে সতর্ক করে বলেছেন, আসিফের বক্তব্যে দেশে রাজনৈতিক বিভাজন আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার যদি এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়, তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরী হতে পারে।
ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তার মুক্তির আদেশ দেওয়ার কয়েক মিনিটের পরে, পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে থেকে পাঞ্জাব পুলিশ পুনরায় গ্রেপ্তার করে এবং একটি অজানা স্থানে নিয়ে যাওয়ার একদিন পরে আসিফের বিবৃতি প্রকাশ্যে আসে।
স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সামনে একটি অঙ্গীকার জমা দেওয়ার পরে আইএইচসি পিটিআই ভাইস চেয়ারম্যানকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল। মুক্তির শর্ত ছিল, তিনি আন্দোলন এবং দলীয় কর্মীদের উস্কানি দেওয়া থেকে বিরত থাকবেন। পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় দাঙ্গা ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে, বুধবার, ইমরানের ঘনিষ্ঠ সহযোগী এবং প্রাক্তন মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি সাম্প্রতিক হিংসার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে দল থেকে পদত্যাগ করেছেন। এখন দেখার পিটিআই-কে সত্যি পাক সরকার নিষিদ্ধ করে কি না আর করলে সে দেশের পরিস্থিতি কোন দিকে যায়।
❤ Support Us