- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২২, ২০২৩
বসন্তের আগেই দিল্লিতে বসন্ত, ঝাড়ু শিবিরে আবির খেলার উৎসব। দিল্লির প্রথম মহিলা মেয়র আপের শেলি। ৩৪ ভোটে বিমর্ষ গেরুয়াদের রেখা।

শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন ঝাড়ু শিবিরের শেলি ওবেরয়। পর পর তিন বার ভেস্তে যাওয়ার পর চতুর্থবারের চেষ্টায় জয়ী হলেন তিনি । দিল্লি পুরসভা গঠনের পর রাজধানী পেল তাঁর প্রথম মহিলা মেয়র।
বুধবার দিল্লি পুরসভা মেয়র নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পেল আপ। তাঁদের মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয় পেলেন ১৫০ টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রেখা গুপ্তকে ৩৪ ভোটের ব্যবধানে পরাস্ত করেন তিনি। জয়ের পর উচ্ছ্বসিত আপ কাউন্সিলরা। আবির নিয়ে উৎসবে মাতেন দলের সদস্য ও সমর্থকরা। ভোটে জেতার পর শেলি ওবেরয়কে শুভেচ্ছা জানিয়েছেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া। তাঁর কথায়, বিজেপির সব চক্রান্তের অবসান হল। দিল্লিবাসীকে উন্নত পরিষেবা দিতে আপ বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই কাজ করবে দলের বোর্ড।
ডিসেম্বর মাসের পুরসভা নির্বাচনের পর মেয়র কে হবেন তা তখনই স্থির হয়ে গিয়েছিল। কিন্তু উপরাজ্যপাল ভিকে সাক্সেনা তাঁর মনোনীত ১০ জন প্রতিনিধিদের মেয়র নির্বাচনে ভোট দিতে বলায় অশান্তির সূত্রপাত হয়। বার বার ভেস্তে যায় ভোট। এ বিষয়ে শীর্ষ আদালতে মামলা করেন আম আদমি পার্টির মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়। কোর্টের রায়ে খারিজ হয় মনোনীত প্রতিনিধিদের ভোটাধিকার। ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ভোট দিতে পারবেন না তাঁরা। এ রায়ের পর ঝাড়ু শিবিরের জয় ছিল কার্যত নিশ্চিত। মেয়র নির্বাচনে কাউন্সিলররা ছাড়াও দশজন সাংসদ ও বিধানসভার ১৪ জন বিধায়ক ভোট দিতে পারেন। অর্থাৎ মোট ভোট ২৭৪। আর ম্যাজিক ফিগার ১৩৮। যার থেকে অনেক বেশি ভোট পেয়েছেন শেলি।
❤ Support Us