শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এশিয়া কাপে শ্রীলঙ্কায় আয়োজিত ম্যাচে বার বার ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি। বৃষ্টির জন্য ভারত–পাকিস্তান ম্যাচ মাঝপথে পরিত্যক্ত হয়। সোমবার ভারত–নেপাল ম্যাচও বৃষ্টিবিঘ্নিত। কলম্বোতে রীতিমতো তুমুল বৃষ্টি চলছে। পাল্লেকেলে, ক্যান্ডিতেও বৃষ্টির সম্ভাবনা। এই পরিস্থিতিতে এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহকে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ।
বৃষ্টির জন্য কলম্বো থেকে সুপার ফোরের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা আগেই উঠে এসেছে। এবার গোটা প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন জাকা আশরাফ। সুপার ফোরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। তারপর বাকি ম্যাচগুলি হওয়ার কথা শ্রীলঙ্কার কলম্বোয়। এখানেই ফাইনাল হওয়ার কথা। কিন্তু আগামী বেশ কয়েকদিন কলম্বোয় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই কলম্বোর ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
সুপার ফোরের ম্যাচ কলম্বো থেকে সরিয়ে ক্যান্ডি, ডাম্বুলা কিংবা হামবানতোতাতে নিয়ে যাওয়া হতে পারে। ২ তারিখ ক্যান্ডিতেই ভারত–পাকিস্তান ম্যাচ ভেস্তে যায়। ডাম্বুলার মাঠের কাজ চলছে। নতুন করে ফ্লাড লাইট বসানো হচ্ছে। এত তাড়াতাড়ি মাঠ তৈরি করা সম্ভব নয়। হামবানতোতায় স্টেডিয়ামের কাছাকাছি ভাল হোটেল নেই। লজিস্টিক সমস্যা হতে পারে। এখানে ভারতীয় দলও খেলতে রাজি নয়।
এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ সুপার ফোরের ম্যাচগুলো পাকিস্তানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন জয় শাহকে। এই ব্যাপারে ফোনে জয় শাহর সঙ্গে তাঁর একপ্রস্থ কথা হয়েছে। ভারত আগেই জানিয়ে দিয়েছে এশিয়া কাপ খেলতে তারা পাকিস্তান যাবে না। সেক্ষেত্রে ভারত সুপার ফোরে উঠলে পাকিস্তানের সঙ্গে ম্যাচ দুবাইয়ে আয়োজন করার প্রস্তাব দিয়েছেন জাকা আশরাফ। এমনকি ফাইনালও দুবাইয়ে করার কথা বলেছেন। এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন জাকা আশরাফ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34