- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ২০, ২০২৪
সানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনার মাঝেই আবার বিয়ে শোয়েব মালিকের
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, শোয়েব মালিক ও সানিয়া মির্জার সম্পর্ক ভাঙতে চলেছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর জানিয়েছেন শোয়েব মালিক। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে শোয়েব মালিক সানা জাভেদের সাথে তাঁর বিয়ের কয়েকটা ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “আলহামদুলিল্লাহ।নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।” মালিকের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পোস্ট করা ছবিতে বিয়ের সাজে দেখা গেছে তাঁকে ও অভিনেত্রী সানাকে।
শোয়েব মালিকের সাথে সানা জাভেদের ডেটিং করার গুজব বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন, যখন তিনি গত বছর অভিনেত্রীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি পোস্ট করে লিখেছিলেন: “শুভ জন্মদিন বাডি।” সানা জাভেদ পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী। ২০১২ সাল থেকেই টেলিভিশনের নিয়মিত মুখ। এর আগে ২০২০ সালে পাকিস্তানের সংগীতশিল্পী উমর জসওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
২০১০ সালে ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয় শোয়েব মালিকের। বিয়ের পর দশ বছর বেশ ভালোই কাটছিল শোয়েব ও সানয়ার তাদের আট বছরের একটা পুত্রসন্তানও রয়েছে। কয়েক বছর ধরে শোয়েব ও সানিয়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে নানারকম গুঞ্জন সোনা গেছে। গত বছর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে ফেলেছিলেন শোয়েব মালিক। অনেকেই মনে করেছিলেন, শোয়েবের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে সানিয়া মির্জার।
বেশ কিছুদিন আগে সানিয়া মির্জা ইনস্টাগ্রামে একটা রহস্যময় পোস্ট করেছিলেন। যা মালিকের সাথে বিবাহবিচ্ছেদের জল্পনা পুনরুজ্জীবিত করেছিল। তিনি লিখেছিলেন, “বিয়ে করা কঠিন। বিবাহবিচ্ছেদ কঠিন। আপনার পছন্দ ঠিক করুন। ঋণের মধ্যে থাকা কঠিন। আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ হওয়া কঠিন। আপনার পছন্দ সঠিক করুন। যোগাযোগ কঠিন। যোগাযোগ না করা কঠিন। জীবন কখনই সহজ হবে না। এটা সবসময় কঠিন হবে। বুদ্ধি করে সবকিছু বাছাই করুন।”
শোয়েব ও সানিয়ার সম্পর্ক নিয়ে যখন গুঞ্জন উঠেছিল, সেই সময় আয়েশা ওমর নামে এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে শোয়েবের প্রেমের খবর ছড়িয়ে পড়ে। শোয়েব ও আয়েশা অবশ্য পরে সেই সম্পর্কের কথা অস্বীকার করেন। সম্পর্কের ভাঙনের গুঞ্জনের মধ্যেও দুবাইয়ে একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোয়েব ও সানিয়াকে একসঙ্গে অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা গেছে।
❤ Support Us