Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৮, ২০২৪

‌আইএফএ–র সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করল শ্রাচী স্পোর্টস

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আইএফএ–র সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করল শ্রাচী স্পোর্টস

বাংলার ফুটবলে নতুন যুগের সূচনা হল। আইএফএ–র সঙ্গে গাঁটছড়া বাঁধল শ্রাচী স্পোর্টস। শনিবার এক পাঁচতারা হোটেলে দুই পক্ষের মৌ স্বাক্ষরিত হল। স্পনসর নয়, রাজ্য ফুটবল সংস্থার বানিজ্যিকীকরণের দায়িত্ব নিল শ্রাচী স্পোর্টস। কলকাতা প্রিমিয়ার লিগ, আইএফএ শিল্ড, কলকাতা ফুটসল লিগের সম্প্রচার স্বত্ত্ব, ম্যাচগুলির ব্র্যান্ডিং, স্পনসর যাবতীয় বিষয়গুলি দেখবে শ্রাচী গ্রুপ।
এদিন সাংবাদিক সম্মেলন করে চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। আপাতত তিন বছরের চুক্তি হয়েছে। বছরে ২.‌৫০ কোটি টাকা আইএফএ–কে দেবে শ্রাচী স্পোর্টস। অর্থাৎ তিন বছরে মোট সাড়ে ৭ কোটি টাকা পাবে আইএফএ। ৩ বছর পর চুক্তি বাড়ানোর কথা জানিয়েছে শ্রাচী স্পোর্টস। ভবিষ্যতে স্কুল ফুটবল, অ্যাকাডেমি নিয়েও চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে।
কলকাতা প্রিমিয়ার লিগ, আইএফএ শিল্ড ও কলকাতা ফুটসল লিগের বানিজ্যিকীকরন, সম্প্রচারের বিষয়টি দেখবে শ্রাচী স্পোর্টস। বাংলার ফুটবলের উন্নতির লক্ষ্য নিয়েই আইএফএ–র সঙ্গে মৌ স্বাক্ষর করেছে বলে শ্রাচীর পক্ষ থেকে জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, ‘‌বাংলার ফুটবলের ঐতিহাসিক মুহূর্ত। ফুটবলের উন্নতি করতে গেলে পেশাদার মানসিকতা দরকার। আইএফএ–র বানিজ্যিকীকরণের দরকার ছিল। আর্থিকভাবে সচ্ছল করতে না পারলে ফুটবলের উন্নতি সম্ভব নয়। বাংলার ফুটবলের উন্নতির জন্য শ্রাচী স্পোর্টস যেভাবে এগিয়ে এসেছে, ওদের ধন্যবাদ।’‌
শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি বলেন, ‘‌আইএফএ–র সঙ্গে মৌ স্বাক্ষরিত করে আমরা খুশি। লক্ষ্য থাকবে বাংলার ফুটবলের উন্নতি করা। আপাতত কলকাতা প্রিমিয়ার লিগ, আইএফএ শিল্ড, কলকাতা ফুটসল লিগ নিয়ে চুক্তি হলেও জেলা ফুটবল, কোচিং ডেভেলপমেন্টের ব্যাপারেও এগিয়ে যাব।’‌ এদিন অনুষ্ঠানে রাহুল টোডি, অনির্বান দত্ত ছাড়াও হাজির ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত ব্যানার্জি, ভাস্কর গাঙ্গুলি প্রমুখ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!