Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৪

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ঈশান কিষাণ ও শ্রেয়স আয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ঈশান কিষাণ ও শ্রেয়স আয়ার

ঈশান কিষাণ, শ্রেয়স আয়ারের আচরণে একেবারেই সন্তুষ্ট ছিল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দু’‌দিন আগেই এই দুই ক্রিকেটারের প্রতি কড়া ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডও ঈশান ও শ্রেয়সের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ ছিল। আশঙ্কা ছিল বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন এই দুই ক্রিকেটার। সেই আশঙ্কাই সত্যি হল। বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়লেন ঈশান কিষাণ ও শ্রেয়স আয়ার। বোর্ড রনজি খেলার নির্দেশ দিলেও তাঁরা খেলেনি। তাই চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে।
বুধবারই সরকারিভাবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চারটি বিভাগে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রেড ‘‌এ’‌ প্লাসে রয়েছেন ৪ ক্রিকেটার। এরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। গ্রেড ‘‌এ’‌–তে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, লোকেশ রাহুল, শুভমান গিল ও হার্দিক পাণ্ডিয়া। ‘‌বি’‌ গ্রেডে রয়েছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও যশস্বী জয়সওয়াল।
বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় দুটি নতুন মুখ। এরা লহলেন রিঙ্কু সিং ও তিলক ভার্মা। ‘‌সি’‌ গ্রেডে যে ১৫ জন ক্রিকেটার রয়েছেন, তাঁদের মধ্যে রিঙ্কু ও তিলক রয়েছেন। এছাড়া ‘‌সি’‌ গ্রেডে নতুন জায়গা পেয়েছেন ঋতুরাজ গায়কোওয়াড়, শিবম দুবে, জিতেশ শর্মা। ঈশান কিশানের জায়গায় এসেছেন জিতেশ। ‘‌সি ‌গ্রেডে জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভারত, প্রসিধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পাতিদার।
ভারতীয় ক্রেকেট বোর্ড বিবৃতিতে জানিয়েচে, ধ্রুব জুরেল এবং সরফরাজ খান ধরমশালা টেস্টে খেললে ‘‌সি’‌ গ্রেডে ঢুকবে। বার্ষিক চুক্তির পাশাপাশি নির্বাচক কমিটি নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে চুক্তির সুপারিশ করেছে। এই চুক্তি প্রাপকদের মধ্যে রয়েছেন আকাশ দীপ, বিজয়কুমার ভিশক, উমরান মালিক, যশ দয়াল এবং বিদওয়াথ কাভেরাপা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!