Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৮, ২০২৪

প্রস্তুতি ম্যাচে শ্রেয়স আয়ার, অধিমনায়ককে নিয়ে চিন্তামুক্ত নাইট রাইডার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রস্তুতি ম্যাচে শ্রেয়স আয়ার, অধিমনায়ককে নিয়ে চিন্তামুক্ত নাইট রাইডার্স

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই শ্রেয়স আয়ারকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুর দিকে খেলতে পারবেন তো?‌ অনিশ্চয়তার মেঘ ক্রমশ কাটতে চলেছে। চোট সারিয়ে রনজি ফাইনালে মাঠে নেমেছিলেন। ফাইনালে কোমরে চোট পেয়েছিলেন। শ্রেয়সকে নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রবিবার নাইট রাইডার্সের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেন দলের অধিনায়ক। শ্রেয়স প্রস্তুতি ম্যাচে খেলায় স্বস্তি নাইট শিবিরে।
১৫ মার্চ থেকে ইডেনে প্রস্তুতি শুরু করেছে নাইট রাইডার্স। একে একে সব ক্রিকেটারই যোগ দিয়েছেন। রবিবার এসে গেছেন মিচেল স্টার্কও। নাইট টিম ম্যানেজমেন্টের সব থেকে বেশি চিন্তা ছিল দলের অধিনায়ককে নিয়ে। রবিবার ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও করেন শ্রেয়স। ব্যাট হাতে ২১ বলে করেমন ২৩। ব্যাটিংয়ের সময় দারুণ চনমনে ছিলেন। তবে ফিল্ডিংয়ে খুব বেশি চাপ নেননি। অধিনায়ক মাঠে নামায় চিন্তুমুক্ত নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।
নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছেন ফিল সল্ট। নিলামে তিনি কোনও দলেই সুযোগ পাননি। প্রথমে ইংল্যান্ডের জেসন র‌য়কে নিয়েছিল নাইট রাইডার্স। ব্যক্তিগত কারণে জেসন রয় আইপিএল থেকে সরে দাঁড়ানোয় পরিবর্ত হিসেবে ফিল সল্টকে নিয়েছে নাইটরা। এদিকে, সুনীল নারাইনের ওপর বাড়তি ভরসা করছেন নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। রবিবার নারাইনকে নিয়ে তিনি দীর্ঘক্ষণ আলাদা করে সময় কাটান। নাইট রাইডার্স ২৩ মার্চ ইডেনে প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!