Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৫, ২০২৩

‌শ্রেয়স আয়ারের হাতেই নেতৃত্ব তুলে দিল কলকাতা নাইট রাইডার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
‌শ্রেয়স আয়ারের হাতেই নেতৃত্ব তুলে দিল কলকাতা নাইট রাইডার্স

গত মরশুমে শ্রেয়স আয়ারের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। তাঁর পরিবর্তে নাইটদের নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ রানা। সামনের মরশুমে আবার শ্রেয়স আয়ারের হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিল নাইট রাইডার্স। ‌সহ–অধিনায়ক করা হয়েছে নীতীশ রানাকে।
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ‘চোটের জন্য দুর্ভাগ্যজনকভাবে শ্রেয়স আয়ার ২০২৩ সালের আইপিএলে খেলতে পারেননি। শ্রেয়স আবার দলে ফেরায় এবং নেতৃত্বের ব্যাটন তুলে নেওয়ায় আমরা সকলেই খুশি। যেভাবে শ্রেয়স চোট সারিয়ে মাঠে ফিরেছে এবং ফর্মের ধারাবাহিকতা দেখাচ্ছে তাতে ওর চারিত্রিক দৃঢ়তা ফুটে উঠেছে।’‌
শ্রেয়স আয়ারও নাইট টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক প্রেস বিবৃতিতে তিনি বলেছেন, ‘গত আইপিএলে আমি ছিলাম না। চোটের জন্য খেলতে পারিনি। দলের সামনে নানারকম চ্যালেঞ্জ ছিল। ‌নীতীশ যে শুধু আমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছে তা নয়, অসাধারণ নেতৃত্ব দিয়েছে। কেকেআর তাঁকেই সহ অধিনায়ক করায় আমার খুব ভাল লাগছে। এই সিদ্ধান্ত কেকেআরের লিডারশিপ গ্রুপকে শক্তিশালী করল, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।’‌
২০২২ আইপিএলের আগে শ্রেয়সকে ১২.‌২৫ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০২২–র ডিসেম্বরে দেশের হয়ে বাংলাদেশ সফর সেরে ফেরার পর থেকে পিঠের চোটে কাবু হয়ে পড়েন শ্রেয়স। বিদেশে চিকিৎসা করিয়েছিলেন। পিঠে অস্ত্রোপচারও করাতে হয়েছিল। চোট সারিয়ে এবছর এশিয়া কাপের আগে ভারতীয় দলেও ফেরেন। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরে আবার অস্বস্তি অনুভব করেন। ফিট হয়ে তিনি এশিয়া কাপের পরের দিকে মাঠেও নামেন। একদিনের বিশ্বকাপে সব ম্যাচেই খেলেছিলেন ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার।
নাইট রাইডার্স শ্রেয়স আয়ারের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিলেও আইপিএলের সব ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে দলে থাকবেন শ্রেয়স। তারপর আইপিএল। আইপিএলের পরপরই শুরু হবে টি২০ বিশ্বকাপ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আইপিএলের সব ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। শ্রেয়স যদি সব ম্যাচে না খেলেন তাহলে নীতীশ রানা কয়েকটা ম্যাচে নেতৃত্ব দেবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!