Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১০, ২০২৩

হাসপাতালে যেতে হল শুভমানকে, পাকিস্তান ম্যাচেও অনিশ্চিত তরুণ ওপেনার

আরম্ভ ওয়েব ডেস্ক
হাসপাতালে যেতে হল শুভমানকে, পাকিস্তান ম্যাচেও অনিশ্চিত তরুণ ওপেনার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও স্বস্তিতে নেই ভারতীয় শিবির। পাকিস্তান ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছেন দলের অন্যতম সেরা ওপেনার শুভমান গিল। এতটাই অসুস্থ যে, চেন্নাইয়ে হাসপাতালেও যেতে হল। তবে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। দলের সঙ্গে দিল্লি যেতে পারেননি এই তরুণ ওপেনার।
দলের সঙ্গে বুধবার চেন্নাই পৌঁছন শুভমান গিল। চেন্নাই যাওয়ার পর তাঁর জ্বর আসে। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। দ্রুত রক্তপরীক্ষা করা হয়। রক্তপরীক্ষায় জানা যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। আশঙ্কা করা হয়েছিল, আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারবেন না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না শুভমান। তাঁকে দলের সঙ্গে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে না। চেন্নাইয়েই শুভমানের চিকিৎসা হবে। তাঁকে চেন্নাই রেখে সোমবারই দিল্লি উড়ে যায় ভারতীয় দল। মঙ্গলবার সকালে প্লেটলেট হঠাৎই নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর শুভমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তিনি হোটেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন।
শুভমান গিলের যা শারীরিক অবস্থা, পাকিস্তান ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা কম। কারণ ডেঙ্গি থেকে সুস্থ হয়ে পুরোপুরো ফিট হতে দিন সাতেক সময় লাগবে। ফলে ১৪ অক্টোবর শনিবার পাকিস্তান ম্যাচেও তাঁর মাঠে নামা হবে না। যদিও ভারতীয় দলের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। বিশ্বকাপে শুভমান গিলের ব্যাটিংয়ের দিকে তাকিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় টিম ম্যানেজমেন্টের ওপর চাপ বাড়ল। গিলের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন ঈশান কিষাণ। কিন্তু তিনি ব্যর্থ। শুভমান দ্রুত সুস্থ না হয়ে উঠলে সমস্যায় পড়বে ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!