- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৫, ২০২৪
১১ মাস পর টেস্ট সেঞ্চুরি শুভমানের
লাল বলের ক্রিকেটে শেষবার সেঞ্চুরি করেছিলেন গতবছর মার্চে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর থেকে দীর্ঘদিন ব্যাটে বড় রান ছিল না শুভমান গিলের। দীর্ঘদিনের খরা কাঠিয়ে অবশেষে বড় রানে ফিরেছেন শুভমান গিল। ১১ মাস পর টেস্টে সেঞ্চুরি পেলেন ভারতীয় দলের এই তরুণ ব্যাটার। তাঁর দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ৩৯৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পেরেছে ভারত।
বিনা উইকেটে ২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দিনের শুরুতেই রোহিত শর্মা (১৩) ও যশস্বী জয়সওয়ালের (১৭) উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। শুভমান গিল ও শ্রেয়স আয়ার চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। উইকেটে জমে গিয়েও বড় রান পাননি শ্রেয়স (২৯)। অভিষেক টেস্টে আবার ব্যর্থ রজত পতিদার (৯)।
দীর্ঘদিন ব্যাটে বড় রান না থাকায় শুভমানকে নিয়ে সমালোচনা হচ্ছিল। তাঁকে প্রথম একাদশ থেকে বসানোর দাবিও উঠেছিল। চাপের মুখে সেঞ্চুরি করে যাবতীয় সমালোচনার জবাব দিলেন শুভমান। একা ব্যাট হাতে কুম্ভের মতো দলকে এগিয়ে নিয়ে যান। ১৩২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটা টেস্টে তাঁর তৃতীয় সেঞ্চুরি। আগের দুটি সেঞ্চুরি করেছিলেন ইনিংস ওপেন করতে নেমে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সেঞ্চুরি তিন নম্বরে। গত বছর আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি করেছিলেন শুভমান।
সেঞ্চুরি করার পরপরই শোয়েব বশিরের বলে সুইপ করতে গিয়ে আউট হন তিনি। ১৪৭ বলে করেন ১০৪ রান। শেষ পর্যন্ত ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ২৫৫। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৯৯। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড বেন ডাকেটের (২৮) উইকেট হারিয়ে তোলে ৬৭/১।
❤ Support Us