শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে দ্বিশতরান করেছিলেন ২৪ বছর বয়সী ঈশান কিশান। সেটাই ছিল সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে দ্বিশতরনের রেকর্ড। কিশানের সেই রেকর্ড একমাসও স্থায়ী হল না। তাঁর রেকর্ড ভেঙে দিলেন শুভমান গিল। মাত্র ২৩ বছর বয়সেই তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেললেন। এটাই একদিনের ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে দ্বিশতরানের রেকর্ড।
৪৮তম ওভারে ভারতের করেছিল ৬ উইকেটে ৩১৮। সেই সময় ১৮২ রানে অপরাজিত ছিলেন শুভমান গিল। ইনিংসের ৪৯তম ওভারে বল করতে আসেন লকি ফার্গুশন। তাঁর প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছে যান শুভমান গিল। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্বিশতরানের রেকর্ডের তালিকায় নাম লেখান তিনি। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিশতরান করেছেন শচীন তেন্ডুলকার, বীরেন্দ্র শেহবাগ, রোহিত শর্মা ও ঈশান কিশান। তালিকায় নতুন সংযোজন হলেন শুভমান গিল। দ্বিশতরান করার পর ৫০তম ওভারে হেনরি শিপলের প্রথম বলে ছক্কা মেরেছিলেন তিনি। তার পরের বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন শুভমান।
এদিন ব্যাট করার সময় ৫০ পার হওয়ার আগেই একবার জীবন পেয়েছিলেন শুভমান গিল। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৫২ বলে তাঁর হাফ সেঞ্চুরি আসে। আর সেঞ্চুরি আসে ৮৭ বলে। দ্বিশতরানে পৌঁছন ১৪৫ বলে। অর্থাৎ পরের ১০০ আসে মাত্র ৫৮ বলে। শুভমানের ১৫৯ বলে ২০৮ রানের ইনিংসে রয়েছে ১৯ টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারি।
শুধু সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেই দেশত রানের রেকর্ড গড়েন নি এদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ১০০০ রানেও পৌঁছে যান সম্মান গ্রিল তিনি ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড মাত্র ১৯ ম্যাচে এক হাজার ডানে পৌঁছে গেলেন সম্মান গিল।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34