শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বিশ্বকাপের মাঝেই সিংহাসনচ্যুত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁকে সরিয়ে আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন শুভমান গিল। এই প্রথম তিনি আইসিসি–র র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। তাঁর আগে শচীন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি শীর্ষে পৌঁছেছিলেন।
চলতি বিশ্বকাপে ৬ ইনিংসে এখনও পর্যন্ত ২১৯ রান করেছেন শুভমান গিল। অন্যদিকে, ৮ ম্যাচে বাবর আজমের রান ২৮২। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২ রান করেছিলেন শুভমান। আর সেই ইনিংসই তাঁকে এগিয়ে দিয়েছে। বর্তমানে গিলের রেটিং পয়েন্ট ৮৩০। অন্যদিকে, বাবর আজমের রেটিং পয়েন্ট ৮২৪। প্রথম দশের মধ্যে রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাও। ৭৭০ পয়েন্ট পেয়ে কোহলি রয়েছেন চার নম্বরে। আর ১ পয়েন্ট বেশি পেয়ে কুইন্টন ডিকক রয়েছেন তৃতীয় স্থানে। ডেভিড ওয়ার্নার রয়েছেন পাঁচ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৩। আর ৬ নম্বরে থাকা রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৭৪৯।
বোলারদের তালিকাতেও আধিপত্য ভারতের। প্রথম দশের মধ্যে রয়েছেন চারজন বোলার। এরা হলেন মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সামি। আগের সপ্তাহে র্যাঙ্কিংয়ে তিন নম্বরে ছিলেন সিরাজ। আর শীর্ষে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। আর দ্বিতীয় স্থানে ছিলেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।
আগের দুটি ম্যাচে ৪ উইকেট নিয়ে শীর্ষে উঠে এসেছেন মহম্মদ সিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ৭০৯। ৫ নম্বরে নেমে গেছেন শাহিন আফ্রিদি। আর হ্যাজেলউড নেমে গেছেন ৬ নম্বরে। ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কেশব মহারাজ। অ্যাডাম জাম্পা রয়েছেন তিন নম্বরে। চার নম্বরে কুলদীপ যাদব। ৮ নম্বরে জশপ্রীত বুমরা এবং ১০ নম্বরে মহম্মদ সামি। দলগত র্যাঙ্কিংয়ে ভারত এক নম্বর জায়গায় ধরে রেখেছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34