- দে । শ
- ফেব্রুয়ারি ২২, ২০২৩
মাতৃভাষা প্রসঙ্গে নিজের অবস্থানে অনড় শুভাপ্রসন্ন। রাজনীতি করি না, কাউকে তুষ্ট করবার দায় নেই, মমতার মন্তব্যের পালটা প্রতিক্রিয়া চিত্র শিল্পীর

বাংলা ভাষার ‘সাম্প্রদায়িকীকরণ’ প্রসঙ্গে সরাসরি বিরোধে অবতীর্ণ শুভাপ্রসন্ন ও মমতা। নিজের অবস্থানে অনড় থেকে শিল্পীর বক্তব্য, তিনি চিত্রকর । রাজনীতি করেন না। ফলে কোনো শ্রেণি বা সম্প্রদায়কে তুষ্ট করবার দায় তাঁর নেই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশপ্রিয় পার্কে একটি সভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি বলেন, বাংলা ভাষার উচ্চারণ, তাৎপর্য, বৈশিষ্ট্য থেকে বাঙালিরা সরে আসছে । বহু কারণে, নানান ‘সাম্প্রদায়িক’ ছাপ বাংলা ভাষায় চলে এসেছে। এরপর তিনি বলেন, যে শব্দ গুলো কখনও বাংলা শব্দভাণ্ডারের অন্তর্ভূক্ত ছিল না, সে সব শব্দ বাংলায় প্রবেশ করছে। উদাহরণ হিসেবে ‘পানি’, ‘দাওয়াত’ ইত্যাদি শব্দের ব্যবহার করেন তিনি। বাংলায় ভাষায় শব্দগুলো ব্যবহার করবার প্রচলন কখনো ছিল না। কিন্তু এখন তা ব্যবহার হচ্ছে। শিল্পীর সংযোজন, নিজেদের ভাষা কোনটা সেটা এখন চিনে নেওয়ার সময় এসেছে। শুভা প্রসন্নের মন্তব্যের বিরোধিতায় সরব হন মুখ্যমন্ত্রী। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে, বাংলা ভাষার বহুমুখীনতা ওপর গুরুত্ব দেন তিনি।
তৃণমূল তথা মমতা ঘনিষ্ঠ বলে চিত্রকর শুভাপ্রসন্নর পরিচিতি আছে। সিঙ্গুর-নন্দীগ্রাম -লালগড় থেকে থেকে শুরু করে ২০১১য় বাম সরকারের পতন পর্যন্ত একাধিক আন্দলনে মমতার সঙ্গী ছিলেন শুভা। মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের একাধিক সরকারি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রশংসা করেছেন বার বার। কিন্তু গতকাল মাতৃভাষা প্রসঙ্গে, মুখ্যমন্ত্রীর বক্তব্যর সঙ্গে সহমত পোষণ করেননি তিনি। সংবাদ মাধ্যমকে দেওউয়া এক বিবৃতিতে জানিয়েছেন, মমতা রাজনীতিবিদ হিসেবে বিষয়টিকে দেখেছেন। ফলে, স্বাভাবিক কারণে তিনি বিরোধিতা করছেন । কারণ সবাইকে নিয়ে তাঁকে চলতে হয়। চিত্রকরের মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রী সম্পর্কে কি তাঁর মোহভঙ্গ হল? মমতার জনবাদী রাজনীতির বিরুদ্ধে তোষণের অভিযোগ দীর্ঘদিন করে আসছেন বিরোধীরা। প্রখ্যাত চিত্রকরের বক্তব্যে, স্পষ্ট সে ইঙ্গিত।
❤ Support Us