- দে । শ প্রচ্ছদ রচনা প্রচ্ছদ রচনা
- মে ১৭, ২০২৩
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, শপথ বৃহস্পতিবার

কর্ণাটকে মুখ্যমন্ত্রী হলেন সিদ্দারামাইয়া। “আরম্ভ” এই খবর মঙ্গলবারই প্রকাশ করেছিল। রীতিমতো বিশ্লেষণ করে “আরম্ভ” জানিয়েছিল কেন সিদ্দারামাইয়াকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস হাইকমান্ড বাছবেন, কেন ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে একটু দূরে সরিয়ে রাখবেন। তবে অবশেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে কে আসছেন তা নিয়ে চারদিনের অনিশ্চয়তার অবসান হল। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তবে, ডিকে শিবকুমারকে নিয়ে সাসপেন্স জিইয়ে রাখলেন মল্লিকার্জুন খাড়গে।
বুধবার সকালে রাহুল গান্ধীর সঙ্গে সিদ্দারামাইয়া দেখা করে বেরিয়ে যাওয়ার পরই ১০ জনপথ রোডের বাংলোতে প্রবেশ করেন ডিকে শিবকুমার। প্রায় এক ঘণ্টা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর ১০ জনপথ রোডের বাংলো থেকে বেরিয়ে যান কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার।
বেলা বাড়তেই কংগ্রেস সূত্রে জানা যায় সিদ্দারামাইয়াই কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন।
বুধবার কর্নাটক কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট এশ্বর খান্ডারেও দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে এশ্বর খান্ডারে জানান, কর্নাটকের উন্নয়ন নিয়েই মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন সেই প্রশ্নে তিনি বলেন, একমাত্র দলের হাই কম্যান্ডই সেটা স্থির করবেন।
কর্ণাটকের জনগণ সেখানকার বিধানসভা নির্বাচনের ২২৪ টি আসনের মধ্যে ১৩৫টি আসনের সমর্থন দিয়ে কংগ্রেসকে রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়েছে। তবে কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবেন সেই জট কাটাতে কংগ্রেস অনেকটাই সময় নিয়ে নিল।
আমরা মঙ্গলবারই লিখেছিলাম, মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে প্রশাসনিক অভিজ্ঞতায় এবং স্বচ্ছ ইমেজের বিচারে সিদ্দারামাইয়া ডিকে শিবকুমারের চাইতে অনেকটাই এগিয়ে। এদিকে ডিকে শিবকুমারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আছে। এর আগে সিবিআইর স্ক্যানারে এসেছেন ডিকে শিবকুমার। তাই কংগ্রেস কখনই চাইবে না সেই ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে পুরো কর্ণাটক রাজ্য প্রশাসনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখে ঠেলে দিতে। কেন না বিজেপি বিরোধীদের যে এজেন্সি লাগিয়ে দমন করছে এবং এভাবেই দল ভাঙিয়ে ঘোড়া কেনাবেচার কাজ করছে সেটা কংগ্রেস ভালো করেই জানে। তাই কর্ণাটকে জয়ের জন্য ডিকে শিবকুমারের কৃতিত্বকে স্বীকার করে কংগ্রেস একটু কৌশলগত খেলা খেলল যাতে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে, কর্ণাটক সরকারের বিরুদ্ধে এজেন্সি ব্যবহারের বাড়তি সুবিধা নিতে না পারে। আর এই কারণেই ডিকে শিবকুমারের পরিবর্তে সিদ্দারামাইয়াকেই মুখ্যমন্ত্রী পদে বেছে নিল কংগ্রেস হাইকমান্ড। এছাড়াও প্রশাসন চালানোর ক্ষেত্রে সিদ্দারামাইয়ার অভিজ্ঞতাকেই আগামী দিনে কর্ণাটকে স্বচ্ছ প্রশাসন চালানোর ক্ষেত্রে ভরসাযোগ্য বলে মান্যতা দিল কংগ্রেস হাইকমান্ড।
❤ Support Us