Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১০, ২০২৪

মন্তেশ্বরে ভোটের মাঠে প্ৰশ্ন, শাসক দলের বিধায়ক-মন্ত্রী কোথায় ? সিদ্দিকুল্লা-র জবাব, হজে আছি, দেশে ফিরেই প্রচারে নামব

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্তেশ্বরে ভোটের মাঠে প্ৰশ্ন, শাসক দলের বিধায়ক-মন্ত্রী কোথায় ? সিদ্দিকুল্লা-র জবাব, হজে আছি, দেশে ফিরেই প্রচারে নামব

‘বারান্দা’য় ভোট। দরজায় দরজায় দাঁড়িয়ে আম-ভোটার। প্রচার তুঙ্গে। তবু এখনও তাঁর দেখা নেই। তাই নিয়েই চড়ছে চর্চার পারদ।

তিনি সিদ্দিকুল্লা চৌধুরি। বর্ধমান-দর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। ভোটের প্রচারে মন্তেশ্বর ঘুরে গিয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সভা, বৈঠক, পদযাত্রা করেছেন মন্তেশ্বর, বাঘাসন, কুসুমগ্রাম, মামুদপুর, মির্জাপুর, বড় পলাশন, পাহাড়হাটি, বোহার, সাতগাছিয়া-সহ বিভিন্ন জায়গায়। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, আরেক মন্ত্রী স্বপন দেবনাথ-সহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারাও এসেছেন। শুধু যাঁর বিধানসভা, সেই সিদ্দিকুল্লা সাহেবেরই দেখা মিলছে না। চর্চায় উঠে আসছে, লোকসভা ভোটে লড়ার আবেদন না-মঞ্জুর হওয়াতেই তিনি নাকি ‘গোঁসাঘরে’ খিল এঁটেছেন। প্রচারে গরহাজির থাকছেন। মন্ত্রী অবশ্য জানান, তিনি হজ করতে মক্কায় রয়েছেন। দেশে ফিরে প্রচারে নামবেন।

মন্তেশ্বর তৃণমূলের দুর্জয় ঘাঁটি। ২০১৯-র লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি জিতলেও মন্তেশ্বরে বিজেপি পিছিয়ে ছিল ২৮ হাজার ভোটে। ২০২১-র বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরি ৩২ হাজারেরও বেশি ভোটে জেতেন। ২০২৩-র পঞ্চায়েত ভোটেও মন্তেশ্বর বিধানসভাজুড়ে তৃণমূলের নিশান ওড়ে সর্বত্র। তাই সিদ্দিকুল্লা সাহেবের প্রচারে নামা জরুরি বলে মনে করছেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। ‘সিদ্দিকুল্লা সাহেব খুব শীঘ্রই প্রচারে যোগ দেবেন’ বলে মনে করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জিও। সিদ্দিকুল্লা সাহেবকে প্রার্থীর কর্মসূচিতে না দেখে মন্তেশ্বরজুড়ে নানা টিপ্পনি ভাসছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!