Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩১, ২০২৪

জলসঙ্কট নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ, এলাকায় ঘুরে পাউচ বিলি মেয়রের

আরম্ভ ওয়েব ডেস্ক
জলসঙ্কট নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ, এলাকায় ঘুরে পাউচ বিলি মেয়রের

তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছে উত্তরের শহর শিলিগুড়ি।পুরসভা সুত্রে খবর,  আরও দুই দিন চলবে এই সমস্যা। জলের সঙ্কট মেটাতে শহরজুড়ে ট্যাঙ্কের সংখ্যা বাড়ানো হয়েছে। পুরসভার ৪৭ টি ওয়ার্ডে মোট ২৯ টি পানীয় জলের ট্যাঙ্ক পরিষেবা দিচ্ছে।  পরবর্তীকালে সংখ্যা আরও বাড়ানো হতে পারে।পিএইচই-এর তরফেও মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে জলের পাউচ বানিয়ে এলাকায় বিলি করা হচ্ছে।
যদিও পাউচ বিলি করেও সমস্যার সমাধান হয়নি। শহরবাসীরা জানিয়েছেন, এই ঘাটতি মেটাতে জল কিনে খেতে হচ্ছে তাদের।১ লিটার জল ৫ টাকা, ২ লিটার জল ১০ টাকা এবং ৫ লিটার জল ২০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
শুক্রবার  ৩৩ নং ওয়ার্ডে ঘুরছেন মেয়র গৌতম দেব। পাউচ বিলি করতেও দেখা গেছে তাঁকে। তিনি বললেন,’গতকাল ১লাখ পাউচ বিলি হয়েছে। সংখ্যা আরও  বাড়ানোর চেষ্টা চলছে।’ যদিও এই সমস্যার জন্য  পূর্বতন বাম সরকারকে দায়ী করেছেন তিনি। বিজেপি, সিপিএম মিলে এই এইসব করেছে বলে অভিযোগ জানালেন শিলিগুড়ি পুরসভার মহানাগরিক । গত ব্ৃৃহস্পতিবার পানীয় জল সঙ্কটের বিরুদ্ধে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে পুরসভা ঘেরাও করে বামেরা। আজ শুক্রবার তাদের পদাঙ্ক অনুসরণ করে বিজেপিও। পদ্ম শিবিরও আজ বিক্ষোভ দেখিয়েছে শিলিগুড়ি পুরসভার সামনে। আজ দুপুর একটায় জল সমস্যার জন্য বৈঠক ডেকেছেন মহানাগরিক গৌতম দেব।
উত্তরবঙ্গের সবচেয়ে বড় নদী তিস্তা। শহরে পানীয় জলের মূল উৎসও এই নদী।  গত বছর হড়পা বানে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বর্ষার আগে তা মেরামতির জন্য তিস্তার জল বন্ধ রাখা হয়েছিল। বিকল্প হিসেবে মহানন্দার জল পরিস্রুত করে সরবরাহ করছিল শিলিগুড়ি পুরসভা। বুধবার দেখা যায় মহানন্দার জলও পানের যোগ্য নয়। মেয়র গৌতম দেব তা পান করতে নিষেধ করেন। তারপরে এই সমস্যার মুখোমুখি হয় উত্তরবঙ্গের শহরটি। এমতাবস্থায় , দুটি বড় বহতা নদী শহরকে বেষ্টন করে থাকলেও জল সমস্যা কবে মিটবে তা বলা মুশকিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!