- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৫, ২০২৩
মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে সিন্ধু, প্রণয়, শ্রীকান্ত

মালয়েশিয়া মাস্টার্স খেতাব জয়ে দিকে এগিয়ে চলেছেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। কিদাম্বি শ্রীকান্ত এবং এইচএস প্রণয়ও পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন।
দু’বারের অলিম্পিকে পদকজয়ী পিভি সিন্ধু প্রি–কোয়ার্টার ফাইনালে এদিন স্ট্রেট গেমে হারিয়েছেন জাপানের ওহোরিকে। ম্যাচের ফল ২১–১৬, ২১–১১। মাত্র ৪০ মিনিটেই জয় ছিনিয়ে নেন সিন্ধু। এই মুহূর্তে বিশ্বে ১৩ নম্বর স্থানে রয়েছেন সিন্ধু। মালয়েশিয়া মাস্টার্সে তিনি খেলছেন ষষ্ঠ বাছাই হিসেবে। অন্যদিকে, ওহোরি বিশ্বের ২৮ নম্বর স্থানে রয়েচেন। এই নিয়ে ১২ বার সাক্ষাৎকারে সব কটাতেই ওহোরিকে হারালেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে চিনের ওয়াই মান ঝাং।
পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয়। প্রি–কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন চিনের লি সি ফেং–কে। ১ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে প্রণয় জেতেন ১৩–২১, ২১–১৬, ২১–১১ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে প্রণয় খেলবেন জাপানের কেন্তা নিশিমোতের বিরুদ্ধে। অন্য প্রি–কোয়ার্টার ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত হারিয়েন পুরুষদের সিঙ্গলসের অষ্টম বাছাই তাইল্যান্ডের কুনলাভুট ভিতিদসার্নকে। ৪৫ মিনিটের লড়াই শ্রীকান্ত জেতেন ২১–১৯, ২১–১৯ ব্যবধানে।
প্রণয়, শ্রীকান্তরা কোয়ার্টার ফাইনালে উঠলেও প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন লক্ষ্য সেন। শেষ ষোলোর লড়াইয়ে হংকংয়ের অ্যাঙ্গাস এনজি কা লং–এর কাছে লক্ষ্য হারেন ১৪–২১, ১৯–২১ ব্যবধানে।
❤ Support Us