Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৩০, ২০২৪

বিশ্বের দু নম্বর জুটিকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনে অঘটন তৃষা-গায়ত্রী, মারিনের কাছে হেরে বিদায় সিন্ধুর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বের দু নম্বর জুটিকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনে অঘটন তৃষা-গায়ত্রী, মারিনের কাছে হেরে বিদায় সিন্ধুর

সিঙ্গাপুর ওপেনে পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টির প্রথম রাউন্ডে ছিটকে যাওয়াটা ছিল চূড়ান্ত অঘটন। আর সেই অঘটনের প্রতিশোধ এল মহিলা ডাবলস জুটির হাত ধরে। মহিলাদের ডাবলসে বিশ্বের ২ নম্বর জুটি দক্ষিণ কোরিয়ার বায়েক হানা এবং লি সো হি-কে হারিয়ে অঘটন ঘটিয়েছে ভারতীয় জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। প্রি-কোয়ার্টার ফাইনালে বায়েকদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে এই ভারতীয় জুটি। তৃষা ও গায়ত্রী জুটি অঘটন ঘটালেও মহিলাদের সিঙ্গলস থেকে বিদায় নিয়েছেন পিভি সিন্ধু।

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদকজয়ী তৃষা ও গায়ত্রী জুটি এক ঘন্টার লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে। প্রথম গেমে ২১-৯ ব্যবধানে কোরিয়ান জুটিকে উড়িয়ে দেন তৃষারা। দ্বিতীয় গেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বিশ্বের দু নম্বর জুটি। ২১-১৪ ব্যবধানে জিতে সমতা ফেরায়। নির্ণায়ক গেমে বাজিমাত তৃষা ও গায়ত্রীর। ২১-১৫ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় এই মুহূর্তে ৩০ নম্বর স্থানে রয়েছে তৃষা ও গায়ত্রী জুটি। বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা কোরিয়ান জুটির বিরুদ্ধে তিনটি সাক্ষাৎকারে এটা প্রথম জয় তৃষাদের।

অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু। দুরন্ত লড়াই করেও ক্যারোলিনা মারিনের কাছে হার এই ভারতীয় শাটলারের। প্রথম গেমে ২১-১১ ব্যবধানে জেতেন মারিন। দ্বিতীয় গেমে ২১-১১ ব্যবধানে জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন সিন্ধুর। তৃতীয় তথা নির্ণায়ক গেমে দারুন লড়াই করেও শেষরক্ষা হয়নি। ২২-২০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান মারিন। এই নিয়ে মারিনের কাছে টানা ৬টি ম্যাচে হারলেন পিভি সিন্ধু।

পুরুষদের সিঙ্গেলসে আগের দিনই বিদায় নিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেন। দেশের সম্মান বাঁচানোর দায়িত্ব ছিল এইচএস প্রণয়ের হাতে। কিন্তু শ্রীকান্ত-লক্ষ্যর মতো তিনিও ব্যর্থ। জাপানের কেনটা নিশিমতোর কাছে ২১-১৩, ১৪-২১, ২১-১৫ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। নিশিমতোর বিরুদ্ধে ৬ ম্যাচে এটা চতুর্থ পরাজয় প্রণয়ের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!