- প্রচ্ছদ রচনা
- জুন ১, ২০২২
‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’ গানের জন্য এসেছিলেন যে শহরে, গানস্যালুট নিয়ে সেই কলকাতা ছাড়ছেন কেকে

কেকের কফিনের উপর কান্নায় ভেহে পড়লেন স্ত্রী । রবীন্দ্রসদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা নিবেদন তিলোত্তমা।
গানের জন্য কলকাতায় এসেছিলেন। স্বমহিমায় সুরেলা সন্ধ্যা উপহার দিয়েছিলেন কলকাতার হাজার হাজার মানুষকে। সেই শিল্পী আজ সেই শহর ছাড়লেন গানস্যালুট নিয়ে। কফিনবন্দি হয়ে আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা ছাড়বে কৃষ্ণকুমার কুন্নত ওরফে বলিউডের গায়ক কেকে নিথর দেহ।
এ দিন সকালেই বাঁকুড়ায় দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেকে-কে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷ সেই মতো রবীন্দ্র সদনে গানস্যালুট দেওয়া হয় প্রয়াত গায়ককে। বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে এসে কেকে-র স্ত্রী জ্যোতি, ছেলে নকুল সঙ্গে কথা বলেন মমতা। জ্যোতির কাঁধে হাত রেখে তাঁকে সান্ত্বনা দেন তিনি।
রবীন্দ্র সদনে কেকের ছবিতে ফুল দিয়ে সাজালেন মমতা। তারপরই গায়কের কফিনবন্দি দেহে মালা দেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ। ছিলেন পরিবারের আরও দুই সদস্য। শ্রদ্ধাজ্ঞাপনের পরই গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে।
রবীন্দ্রসদনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়, মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বাবুল সুপ্রিয়, মদন মিত্র প্রমুখ।
বুধবার রবীন্দ্র সদনে খুব অল্প সময়ের মধ্যেই শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়েছিল। দুপুরে বাঁকুড়া থেকে ফিরে মমতা জানিয়েছিলেন, বাংলায় রবীন্দ্র সদনেই প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জানানো হবে। তাই প্রয়াত গায়ক কেকের মরদেহও এসএসকেএম থেকে রবীন্দ্র সদনেই আনা হবে। এর আগে বিমানবন্দরে কেকে-কে শ্রদ্ধাজ্ঞাপন করার কথা জানিয়েছিলেন মমতা। কিন্তু পরে তিনি জানান, তাঁর সঙ্গে এ ব্যাপারে পরিবারের কথা হয়েছে। তাঁদের মুম্বই ফেরার বিমানের সময় দেখেই শিল্পীর দেহ রবীন্দ্র সদনে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, বুধবার রবীন্দ্র সদনে শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের প্রস্তুতি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলতেও দেখা যায় মমতাকে। উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য উচ্চপদস্থ নেতাকর্মীরা।
বুধবার সকালেই গায়ক কেকে-র ময়নাতদন্ত শুরু হয় এসএসকেএম হাসপাতালে। দুপুরে মমতা জানান, যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ তাই ‘ভাল ভাবে ময়নাতদন্ত করতে সময় লাগবে’। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, এসএসকেএম থেকে শিল্পীকে রবীন্দ্র সদনে আনার পর শ্রদ্ধাজ্ঞাপন করেও শিল্পীর দেহ নিয়ে সময়েই মুম্বইয়ে ফিরতে পারবেন তাঁর স্ত্রী এবং পুত্র।আগামীকাল মুম্বইয়ে মুম্বইয়ের ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে কে কে-র।
❤ Support Us