Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৪, ২০২৪

সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্তের নথি সিবিআইকে হস্তান্তর সিটের

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্তের নথি সিবিআইকে হস্তান্তর সিটের

আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল শনিবার সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দিল। কলকাতা পুলিশকে উদ্ধৃতি করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা। কলকাতা হাইকোর্ট আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়মের তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়ার পরের দিনই নথি তুলে দেওয়া হল।

শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন যে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্ত করবে সিবিআই। শনিবার বেলা ১০টার মধ্যেই সব নথি সিবিআই–য়ের হাতে তুলে দিতে হবে। সেই মতো নথি তুলে দেওয়া হয়। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৩ সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দিতে হবে।

সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি তদন্ত করার জন্য সিট গঠনে বিলম্ব করার জন্য রাজ্য সরকারকে বৃহস্পতিবার তিরস্কার করেছে কলকাতা হাইকোর্ট। শুনানির সময় হাইকোর্ট জিজ্ঞাসা করেছিল যে, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পরে সরকার কেন সিট গঠন করতে এক বছরেরও বেশি সময় নিয়েছিল। হাইকোর্ট তদন্তভার সিবিআই–য়ের হাতে তুলে দেওয়ার পর সন্দীপ ঘোষ ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল। তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়।

২০২১ সালের জানুয়ারি থেকে আর জি কর হাসপাতালের দুর্নীতির তদন্ত করছে সিট, যা হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের মেয়াদের সাথে মিলে যায়। আর জি কর কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ২০২৩ সালে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেছিলেন। পরে তিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত চেয়ে আদালতে গিয়েছিলেন। এতদিন পর রাজ্য সরকার এবছর সিট গঠন করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!