- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩০, ২০২৩
তৃণমূল সাংসদ মহুয়ার পাশে ইয়েচুরি। এথিক্স কমিটির নিরপেক্ষতা নিয়ে তুললেন প্রশ্ন
লোকসভার এথিক্স কমিটির তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৎপরতা প্রসঙ্গে মুখ খুলে মহুয়ার পাশে দাঁড়ালেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সীতারাম বলেন, এথিক্স কমিটির কাছে এমন অনেক অভিযোগ জমা পড়েছে। কে কি নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে, সেই বিষয় আগেও এথিক্স কমিটির কাছে আগে অনেক অভিযোগ জমা পড়েছে। তখন এথিক্স কমিটিকে এ ভাবে তৎপর হতে দেখা যায়নি। এখন এথিক্স কমিটির তৎপরতার কারণ আদানিকে আড়াল করা।
Damn right I am gunning for him. Dhamra is just one of the dozens of con jobs pulled on the people of India. pic.twitter.com/FX1gyry5ne
— Mahua Moitra (@MahuaMoitra) October 30, 2023
প্রসঙ্গত তৃণমূলের কৃষষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র প্রথম থেকেই বলে আসছেন, “আদানির বিরুদ্ধে আমি মুখ খুলেছি দেখে আমার মুখ বন্ধ করার জন্য আমার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।”
সীতারাম ইয়েচুরি ও মহুয়া মৈত্রের বক্তব্য ও যুক্তি এক্ষেত্রে মিলে যাচ্ছে। প্রসঙ্গত মহুয়া মৈত্র সোমবার এক্স হ্যান্ডেলে একটি সংবাদ মাধ্যমে তাঁর একটি সাক্ষাৎকারের অংশ পোস্ট করেছেন। মহুয়া বলেছেন, মাননীয় আদানি আপনি ঘাম ঝরানো বন্ধ করুন এবং আইওসিএলকে তাদের মতো চলতে দিন। আইওসিএল এন্নোর-এর মতো ৫ হাজার কোটির টার্মিনাল তৈরি করতে পারত। পরিবর্তে আপনি টেন্ডার ছাড়াই ধামরা পেয়েছেন এবং তারা আপনার সাথে ৪৬ হাজার ৫০০ কোটি টাকার অফটেক চুক্তি করেছে। আমি পাটিগণিতের ভাষায় আমার আসল টুইটটি প্রকাশ করলাম। এর ফলে আদানি গোষ্ঠী ২০ বছর সুবিধা পাবে।
এদিন মহুয়া মৈত্রের মতো একই যুক্তিতে সীতারাম ইয়েচুরি নিশিকান্ত দুবে এবং জয় অনন্তর অভিযোগ খারিজ করে এথিক্স কমিটিকে অতি তৎপর বলে কটাক্ষ করেন।
এদিকে সীতারাম ইয়েচুরির এই বক্তব্যের সমালোচনা করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “সিপিএম এখন সারা দেশে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাই পরগাছার মতো একে তাকে ধরে বাঁচতে চেষ্টা করছে।
প্রসঙ্গত এর আগে সারদাকাণ্ড লোকসভার এথিক্স কমিটিতে গিয়েছিল। সেই সময় এথিক্স কমিটির চেয়ারম্যান ছিলেন লালকৃষ্ণ আদবানি। বামেরা সেই সময় বারংবার দাবি করেও সারদাকাণ্ডের তদন্তে এথিক্স কমিটিকে দিয়ে কিছু করতে পারেনি, এথিক্স কমিটির এ ক্ষেত্রে কোনও ভূমিকাই নেয়নি। সীতারামের বক্তব্যে সেই সময়ের এথিক্স কমিটির নির্লিপ্ত থাকার ইঙ্গিত পাওয়া গেলেও সারদাকাণ্ডের কথা সীতারামের গলায় শোনা যায়নি। বিজেপি বলছে, সারদাকাণ্ডের কথা মুখে না এনে সীতারাম “ইন্ডিয়া” জোটের পক্ষে থেকে তৃণমূলের পাশে দাঁড়ালেন। বাংলার সিপিএম এসব মানবে তো?
❤ Support Us