Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৩, ২০২৩

কোন ইস্যুতে মমতাকে সমর্থন, বঙ্গ সিপিএম-এর কাছে ব্যাখ্যা ইয়েচুরির

আরম্ভ ওয়েব ডেস্ক
কোন ইস্যুতে মমতাকে সমর্থন, বঙ্গ সিপিএম-এর কাছে ব্যাখ্যা ইয়েচুরির

“ইন্ডিয়া”-র মঞ্চে সিপিএম সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেন? তা নিয়ে বঙ্গ সিপিএম-এর একটা বড় অংশ প্রশ্ন তুলেছিল। শুক্রবার হাওড়া জেলা কমিটির দফতর অনিল বিশ্বাস ভবনে সিপিএম-এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে সীতারাম ইয়েচুরি দলের কর্মীদের এই ক্ষোভ বা অভিমানের উত্তর দিলেন। তিনি বলেন, বিজেপিকে দেশের ক্ষমতা থেকে সরাতে দেশের সব বিজেপি বিরোধী দল এক হয়েছে। তাতে যদি তৃণমূল আস্তে চায় তাহলে কি তাদের সরিয়ে দেওয়া হবে? সীতারাম মনে করিয়ে দেন, এক সময় বিজেপির সঙ্গে জোট করে তৃণমূল কেন্দ্রের সরকারে ছিল, দরকারে আবারও যেতে পারে। তবে এখন তৃণমূল বিজেপির বিরুদ্ধে রয়েছে, যদিও তাদের বিজেপি বিরোধিতা নিয়ে দোদুল্যমানতা রয়েছে, তাই বলে কি কেউ বিজেপি বিরোধিতা করতে চাইলে তাকে নেওয়া হবে না? আর “ইন্ডিয়া” কোনও জোট নয়, এটা বিজেপি বিরোধী একটি মঞ্চ। বাংলায় তৃণমূলের সঙ্গে তাই কোনও সমঝোতার প্রশ্ন নেই। সীতারাম ইয়েচুরি বলেন, “আমায় আপনারা প্রশ্ন করেছেন আমি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে? বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা নয়। গোটা দেশ জানে, তৃণমূল আগে বিজেপির শরিক ছিল। আবার দরকারে তারা বোঝাপড়া করতে পারে। কিন্তু সামগ্রিক যে ধারণা থেকে ‘ইন্ডিয়া’ তৈরি হয়েছে তাতে যারা আসতে চায়, তাদের সবাইকেই নিতে হবে।’’

এদিকে সীতারাম ইয়েচুরির এই যুক্তিকে খণ্ডন করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “ইয়েচুরি নিশ্চয়ই জানেন, ১৯৮৮ সালে রাজীব গান্ধিকে হারানোর জন্য জ্যোতি বসু, বিশ্বনাথ প্রতাপ সিং ও অটলবিহারী বাজপেয়ী হাতে হাত ধরে সভা করেছিলেন কলকাতার শহিদ মিনার ময়দানে। সে বারই বিজেপি গোটা দেশে দুই থেকে ৮৪ হয়েছিল। আর ২০১৯ সালে সিপিএমের লোকেরাই বিজেপিকে ভোট দিয়ে বাংলায় ওদের বাড়িয়েছে।’’

সীতারাম ইয়েচুরি এদিন পুরনো ইতিহাস উল্লেখ করে বাংলার সিপিএম কর্মীদের প্রতি বলেন, ‘‘ইন্দিরা গান্ধিকে হারানোর জন্য সবাই যখন এক হচ্ছে, তখন আমরা ছাত্র আন্দোলন করি। আমরা অনেকেই সেই সময়ে ক্ষোভ, বিক্ষোভ দেখিয়েছিলাম। আমাদের ডেকে বিটি রণদিভে বুঝিয়েছিলে, দিল্লি থেকে একটি গাড়ি যদি আগ্রা যাওয়ার পথে খারাপ হয়, তা হলে তাকে ঠেলতে হবে। আশপাশের লোককে ডাকতে হবে। যারা আসবে, তাদের মধ্যে কি বাছবিচার করা হবে? না কি তখন আশু উদ্দেশ্য হবে গাড়িটাকে ঠেলে নিয়ে যাওয়া?’’

তবে সীতারাম ইয়েচুরির এই যুক্তিতে বঙ্গ সিপিএম-এ ক্ষোভ প্রশমিত হয় কি না সেটাই এখন দেখার। কেননা আমরা এর আগে দেখেছি, সিপিএম পার্টিতে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রমোদ দাশগুপ্ত ভবনের অনুষ্ঠানে প্রকাশ কারাট এসেছিলেন, প্রধান বক্তা ছিলেন প্রকাশ। সেই অনুষ্ঠানে ব্রাত্য ছিলেন সীতারাম ইয়েচুরি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!