- দে । শ
- জানুয়ারি ৭, ২০২৩
খুদে বন্দুকবাজের গুলিতে জখম ভার্জিনিয়ার স্কুল শিক্ষিকা

আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে স্কুলের ভিতর বন্দুক হাতে তাণ্ডব ছয় বছরর শিশুর। ৩০ বছরের এক স্কুল শিক্ষিকাকে গুলি করে আপাতত সে পুলিশ হেফাজতে ।
শুক্রবার, সেখানকার স্থানীয় সময় দুটোর সময়, আমেরিকায় রিচমন্ডের অদূরে নিউপোর্ট হাউসে রিচনেক প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায় ওই বিদ্যালয়ের বছর ছয়েকের এক শিশু তার বন্দুক বার করে ক্লাসের শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। শিক্ষিকার বকুনির পাল্টা জবাব হিসেবেই এই গুলি চালিয়েছে সে। রিচনেক প্রাথমিক স্কুল কর্তৃপক্ষের দাবি, আগে তাঁরা ওই ছাত্রের আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। স্কুলের অধ্যক্ষ জর্জ পার্কার বলেন, ‘‘আমরা সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছি। স্কুলপড়ুয়ারা যাতে কোনও অবস্থাতেই আগ্নেয়াস্ত্রের নাগাল না পায়, তা আমাদেরই নিশ্চিত করতে হবে।’’
পুলিশ সূত্রে খবর, ওই শিশু স্কুলের আর কোনো শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায়নি। সুতরাং নির্দিষ্ট কারণে রাগের মাথায় গুলি চালানো হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। শিশুটিকে আটক করছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় বছর তিরিশের ওই স্কুল শিক্ষিকাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । চিকিৎসকরা এখনও তাঁর শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে কোনো আশার কথা শোনাতে পারেননি।
শিশুর হাতে বন্দুক কিভাবে এল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আমেরিকার পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিদের মধ্যে। পুলিশ প্রশাসনের শীর্ষ স্থানীয় এক আধিকারিক জানাচ্ছেন, তারা এই ব্যাপারে তদন্ত চালাচ্ছেন। তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে। । শনিবার স্কুলে মেটাল ডিটেক্টরের সাহায্যে পড়ুয়াদের তল্লাশি করা হয়। স্কুলে প্রায় ৫৫০ জন পড়ুয়া রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আর কেউ আহত হয়নি।
প্রসঙ্গত, আমেরিকার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা নতুন নয়। এমন ঘটনা আগেও ঘটেছে বহুবার। গত মে মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুকবাজের হামলায় ১৯ জন পড়ুয়া এবং ২ শিক্ষকের মৃত্যু হয়েছিল। নিউ পোর্ট এলাকার প্রাথমিক স্কুলের এই ঘটনা স্বাভাবিক ভাবেই প্রশ্নের সামনে ফেলে দিয়েছে দেশের বন্দুক আইনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আগ্নেয়াস্ত্র আইনে কিছু পরিবর্তন এনেছিল। কিন্তু অধিকাংশ প্রদেশই সে পথে হাঁটেনি। ফলে আগামী দিনেও এমন বিপর্যয় যে আর হবে না এমন কথা নিশ্চিত করতে বলছেন না কেউই।
❤ Support Us