Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ২, ২০২২

রৌদ্রের দাবদাহ থেকে নিষ্প্রাণ ত্বকে প্রাণ ফেরাতে খাবার পাতে নয়, মুখেও মাখুন ডিম

আরম্ভ ওয়েব ডেস্ক
রৌদ্রের দাবদাহ থেকে নিষ্প্রাণ ত্বকে প্রাণ ফেরাতে খাবার পাতে নয়, মুখেও মাখুন ডিম

ফ্রিজ কিংবা রান্নাঘরে সবচেয়ে আগে দেখা মেলে ডিমের । ডিমের পুষ্টিগুণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। চুল, ত্বক আর শরীর ঠিক রাখতে ডিমের জুড়ি মেলা ভার।চুলের প্রোটিন ট্রিটমেন্টে ডিমের ব্যবহার সম্পর্কে তো সকলেই কমবেশি জানেন। তবে ত্বকের যত্নেও ডিমের ভূমিকা কম নয়। ডিমের প্যাক তৈরির জন্য খুব বেশি খাটা খাটুনিরও প্রয়োজন নেই।

ডিম, মধু ও পাতি লেবু:  ব্রণর সমস্যায় ভুগলে এই ফেস প্যাক কাজ করবে ম্যাজিকের মতো। এমনিতেই ত্বকের যত্নে লেবু ভীষণ জনপ্রিয়। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। ত্বকের টোনকে সমান করে। মধু ব্রণ কমায়, পাশাপাশি ত্বকে পুষ্টি যোগায়। এর সঙ্গে ডিম যোগ করলেই তৈরি হয়ে যাবে চমৎকার অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস মাস্ক। ১টা ডিমের সাদা অংশ, এক চামচ মধু ও ১ চামচ পাতি লেবুর সঙ্গে মিশিয়ে মুখে মাখতে হবে। সপ্তাহে ২ বার লাগালেই ম্যাজিকের মতো কাজ দেবে।

ডিম, হলুদ ও কমলালেবু: পিগমেন্টেশন ও খসখসে ত্বক হলে লাগাতে হবে এই মিশ্রণ। তাছাড়া ব্রণ এবং কালো দাগ থেকে মুক্তি দিতেও এর জুড়ি নেই। ডিমের সাদা অংশে এক চিমটে হলুদ এবং এক চামচ কমলালেবুর রস ভালো করে মেশাতে হবে। তারপর সেটা মাখতে হবে মুখে এবং ঘাড়ে। আধ ঘণ্টা পর ধুয়ে ফেললেই হবে। সপ্তাহে ২ বার ব্যবহার করলে মিলবে চকচকে টানটান ত্বক।

ডিম, অ্যাভোকাডো এবং দই: মুখে প্রাকৃতিক আভা যোগায় এই ফেস প্যাক। অ্যাভোকাডো ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস। দই ত্বককে অকাল বার্ধক্য থেকে আটকায়। ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ দই এবং এক চা চাচম থেঁতো করা অ্যাভোকাডো ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। তারপর মুখে ঘাড়ে মেখে ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেললেই হবে।

ডিমের খোসা: দূষণের ফলে মুখে ময়লা জমে। ত্বকে গজায় ব্ল্যাকহেডস। এই প্যাক ব্যবহারে সমস্ত ব্ল্যাকহেডস থেকে মুক্তি মিলবে। ডিমের সাদা অংশ ভালো করে পিষে নিয়ে মুখে লাগাতে হবে। তারপর একটা টিস্যু দিয়ে ঢেকে দিতে হবে মুখ। মিনিট দশেক পর ময়েশ্চারাইজার দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে একবার করলেই উপকার পাওয়া যাবে।

ডিম, শসা, মধু: সংবেদনশীল ত্বকে এটা দারুণ কাজ দেয়। মধু হাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। ডিম ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। শসা ত্বককে শীতল রাখে। একটা ডিমের সাদা অংশ, এক চামচ মধু, এক চামচ শসার জুস মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। তারপর ময়েশ্চারাইজার দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ডিম ও অলিভ ওয়েল: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফেসপ্যাকের জুড়ি নেই। ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। সেই মিশ্রণে ১ চা চামচ হলুদ ও লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে মুখে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। কিছুক্ষণ পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ডিম, ক্যাস্টর অয়েল ও অ্যালোভেরা: অ্যালোভেরা কোলাজেন হিসেবে কাজ করে। ত্বকের হারানো আদ্রতা ফিরিয়ে দেয়। ক্যাস্টর অয়েল ত্বকে নরম আভা যোগ করে। একটা ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ ক্যাস্টর অয়েল এবং এক চামচ অ্যালোভেরার জুস মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তারপর মুখে মেখে মিনিট পনেরো পর ধুয়ে ফেললেই হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!