Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৭, ২০২৫

নাজমুল–মুশফিকুরের জোড়া শতরানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রানের পথে বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
নাজমুল–মুশফিকুরের জোড়া শতরানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রানের পথে বাংলাদেশ

‌‘‌মর্নিং শো–জ দ্য ডে’ এই কথাটা সবসময় খাটে না। সেটা প্রমাণ করে দিল বাংলাদেশ। না কলে কি আর ‌৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে দিনের শেষে ২৯২/‌৩ রানে পৌঁছনো যায়? অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় রানের পথে বাংলাদেশ।
গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ‌শুরুর দিকে উইকেটের চরিত্র সঠিকভাবে বুঝতে পারেননি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। পঞ্চম ওভারে আসিতা ফার্নান্ডোর বলে স্লিপে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন এনামুল হক (‌০)‌। এনামুল ফিরে যাওয়ার পর সতর্কভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাদমান ইসলাম ও মোমিনুল হক। ৮ বলের ব্যবধানে ফিরে যান সাদমান (‌৫৩ বলে ১৪)‌ ও মোমিনুল (‌৩৩ বলে ২৯)‌। দুজনই ‘‌সব্যসাচী’‌ স্পিনার থারিন্দু রত্নায়েকের শিকার। অভিষেক টেস্টেই এক ওভারের ব্যবধানে সাদমান ও মোমিনুলকে তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন রত্নায়েকে।
এরপর ব্যাট হাতে রুখে দাঁড়ান চার নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। মুশফিকুরের কাছে গল একেবারে পয়া মাঠ। এই মাঠেই ১২ বছর আগে জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। এদিন আবার অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে চাপের মুখে রুখে দাঁড়ালেন। এই জুটিই বাংলাদেশকে বড় রানের দিকে এগিয়ে দেয়। শ্রীলঙ্কার কোনও বোলার বাংলাদেশের এই দুই ব্যাটারকে বিপদের মুখে ঠেলতে পারেননি।
১০৭ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান নাজমুল হোসেন। আর সেঞ্চুরিতে পৌঁছতে নেন ২০২ বল। টেস্টে এটা তাঁর ষষ্ঠ সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। অন্যদিকে, মুশফিকুর রহিম সেঞ্চুরিতে পৌঁছন ১৭৬ বলে। তবে বাউন্ডারির সংখ্যা খুব বেশি নেই। মূলত খুচরো রান নিয়েই স্কোর বোর্ড সচল রেখেছিলেন। টেস্টে এটা তাঁর ১২ নম্বর সেঞ্চুরি। দিনের শেষে ২৬০ বলে ১৩৬ রানে অপরাজিত রয়েছেন নাজমুল। অন্যদিকে, মুশফিকুর রহিম ১৮৬ বলে ১০৫ রান করে ক্রিজে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!