Advertisement
  • বি। দে । শ
  • মে ১৬, ২০২৪

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, অবস্থা সঙ্কটজনক

আরম্ভ ওয়েব ডেস্ক
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, অবস্থা সঙ্কটজনক

আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তাঁর পাকস্থলীতে গুলি লেগেছে। অবস্থা যথেষ্ট গুরুতর। তবে চিকিৎসার তিনি সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১৫০ কিমি দূরে উত্তর–পূর্বের শহর হ্যান্ডলোভায় নিজের দলের অনুগামীদের সঙ্গে মিলিত হয়েছিলেন রবার্ট ফিকো। সেই সময় এক আততায়ী তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। রবার্ট ফিকোর পেটে গুলি লাগে। এছাড়া শরীরের আরও তিন জায়গায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ফিকোর দেহরক্ষীরা তাঁকে সাঁজোয়া লিমোজিনের ভেতরে নিয়ে যান। সন্দেহভাজন বন্দুকবাজকে পুলিশ আটক করেছে।

কী কারণে আততায়ী গুলি চালিয়েছে, কারণ আপাতত স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ায় স্লোভাকিয়ার সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ঘটনার তীব্র নিন্দা করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‌প্রধানমন্ত্রীর ওপরে নির্মম ও নৃশংসভাবে এইরকম হামলা চালানোর ঘটনায় আমি হতবাক। কঠিন সময়ে আমি ফিকোর পাশে আছি। প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি।’‌ উদ্বেগপ্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উরসুলা ভন দের লেয়েনও।
২০২৩ সালে সেপ্টেম্বরে স্লোভাকিয়ার সংসদীয় নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন রবার্ট ফিকে।  নির্বাচনের সময় তিনি রাশিয়ার পক্ষে এবং আমেরিকা বিরোধী প্রচার করেছিলেন। একসম্য স্লোভাকিয়া পশ্চিমীপন্থী অবস্থান নিত। ফিকো ক্ষমতায় আসার পর সেই নীতি থেকে সরে আসেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!