- দে । শ
- এপ্রিল ২২, ২০২৪
বিধ্বংসী আগুনে পুড়ে গেল হাসনাবাদ রেললাইনের ধারের বস্তি

বিধ্বংসী আগুনে পুড়ে গেল হাসনাহাদের বস্তির একাধিক ঘর। টাকি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে শনিবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৫ টি ঘর সম্পুর্ণ পুড়ে যায়। আরও কয়েকটি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। রাতে অগ্নিকান্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে হাসনাবাদের রেলস্টেশন সংলগ্ন ঝুপড়িতে। বুঝতে পেরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ছুটে যান কাউন্সির সুনীল সরকার। সকলে মিলে প্রাথমিকভাবে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৩ টি ইঞ্জিন এসে প্রায় দু’ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকা টি ঘিঞ্জি হওয়ায় প্রথম দিকে কাজ শুরু করতে কিছুটা বেগ পেতে হয় দমকলকর্মীদের। তবে বস্তিতে কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল।শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান । ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে একটি স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে । স্থানীয় কাউন্সিলর সুনীল সরকারের উদ্যোগে খাবারের ব্যবস্থা করা হয়েছে। টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাত দেড়টা নাগাদ বস্তিতে আগুন লাগে। ক্ষতিগ্রস্তদের ঘরের করা হবে। দুর্গত পরিবারগুলির খাবারের ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী ভাবে থাকার ব্যবস্থাও করা হয়েছে। জামাকাপড় দেওয়া হয়েছে।’
❤ Support Us