Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩০, ২০২৪

‌স্মৃতি মানধানার দুরন্ত সেঞ্চুরি, মহিলাদের ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌স্মৃতি মানধানার দুরন্ত সেঞ্চুরি, মহিলাদের ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল ভারত

কদিন আগেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে নিউজিল্যান্ডের পুরুষ দল। মহিলা দলও ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল। সুযোগ ছিল ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে দেশে ফেরার। ভারতীয় দলের সহ–অধিনায়ক স্মৃতি মানধানা ও অধিনায়ক হরমনপ্রীত কাউরের দুরন্ত ব্যাটিংয়ে সিরিজ জয়ের স্বপ্নপূরণ হল না কিউয়িদের। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের একদিনের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিল ভারত।
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সমতা ফেরায় কিউয়িরা। সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের দাপটে এদিন শুরুটা ভাল হয়নি কিউয়িদের। ২৩.‌৩ ওভারের মধ্যেই ৮৮ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। আউট হন সুজি বেটস (‌৪)‌, লৌরেন ডন (‌১)‌, অধিনায়ক সোফিয়ে ডিভাইন (‌৯)‌, জর্জিয়া প্লিমার (‌৩৯)‌ ও ম্যাডি গ্রিন (‌১৫)‌।
এরপর ইসাবেলা গেজকে (‌২৫)‌ নিয়ে রুখে দাঁড়ান ব্রুক হ্যালিডে। জুটিতে ওঠে ৬৪ রান। শেষ পর্যন্ত ৪৯.‌৫ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ৯৬ বলে ৮৬ রান করেন ব্রুক হ্যালিডে। নিয়া তাহুহু ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩৯ রানে ৩ উইকেট নেন। ৪১ রানে ২ উইকেট নেন প্রিয়া মিশ্র।
জয়ের জন্য ২৩৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই শেফালি ভার্মার (‌১২)‌ উইকেট হারায় ভারত। যস্তিকা ভাটিয়াকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিয়ে যান স্মৃতি মানধানা। ৪৯ বলে ৩৫ রান করে আউট হন যস্তিকা ভাটিয়া। যস্তিকা আউট হওয়ার পর ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান স্মৃতি ও হরমনপ্রীত। দলের ২০৯ রানের মাথায় আউট হন স্মৃতি। ১২২ বলে তিনি করেন ১০০। প্রথম দুটি ম্যাচে রান পাননি। সিরিজ নির্ণায়ক ম্যাচে জ্বলে উঠলেন। জেমাইমা রডরিগেজ ১৮ বলে ২২ রান করে আউট হন। এরপর দলকে জয় এনে দেন অধিনায়ক হরমনপ্রীত কাউর। ৪৪.‌২ ওভারে ২৩৬/‌৪ রান তুলে সিরিজ জিতে নেয় ভারত। ৬৩ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন হরমনপ্রীত কাউর। ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি মানধানা। সিরিজের সেরা দীপ্তি শর্মা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!