- দে । শ
- সেপ্টেম্বর ৩, ২০২৪
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, ধৃত পাচারকারী
বাংলাদেশের পরিস্থিতি এখন শান্ত হতেই সীমান্ত পাচারকারিরা ফের সক্রীয় হয়ে উঠেছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তারালি সীমান্তে ধরা পড়ল প্রচুর বিরল প্রজাতির কচ্ছপ। সোমবার রাতে তারালি সীমান্ত এলাকা থেকে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা একটি গাড়িকে সন্দেহজনক ভাবে দাঁড় করায়। তল্লাশি চালিয়ে দেখা যায় বস্তার মধ্যে বিরল প্রজাতির কচ্ছপ। বিএসএফ বামাল এক পাচারকারীকে আটক করে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪৫ টি স্টার টার্টল প্রজাতির কচ্ছপ। এগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিশেষ সূত্রে জানা গেছে, এই কচ্ছপ অনেকেই বাড়িতে পোষ্য হিসেবে রাখে। বিদেশে এর চাহিদাও প্রচুর। কালোবাজারিরা চড়া দামে এগুলো বিক্রি করে। বিএসএফ ধৃত পাচারকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম আল মাসুদ। বাড়ি তারালি গ্রামে। ১৪৫ টা কচ্ছপ বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
❤ Support Us