- দে । শ
- মে ২৯, ২০২৩
তামিলনাড়ুতে শিশুর মৃত্যুতে প্রশ্নের মুখে জেলা প্রশাসন। রাজ্য সরকারই দায়ী, দাবি আন্নামালাই-এর

প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির সুফল সমাজের সমস্ত অংশের মানুষের কাছে কি পৌঁছায়? পৌছালে প্রয়োজনের তুলনায় তা কতটুকু ? এমনই নানা বিধ প্রশ্নের জন্ম দিচ্ছে তামিলনাড়ুর ভেল্লোর জেলার একটি ঘটনা। জটিল থেকে জটিলতর রোগ থেকে মুক্তির আশায় যেখানকার হাসপাতালে ছুটে যান দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ, সেখানেই সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুকন্যার । হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মায়ের কোলে স্তব্ধ হয়ে যায় তাঁর হৃৎস্পন্দন। প্রশ্নের মুখে জেলা প্রশাসনের ভূমিকা।
শুক্রবার তামিল নাড়ুর ভেল্লোর জেলায় আঠারো মাস বয়সী এক শিশুকে সাপে কামড়ায়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করতে তৎপর হয়েছিলেন তার মা। আম্বুলেন্স সময় মতো পেলেও খারাপ রাস্তার জন্য মাঝপথেই তাঁদের ছেড়ে দিয়ে চলে যায়। বিপদাপন্ন মা তখন ঠিক করেন সন্তানের চিকিৎসার ব্যবস্থা যেভাবেই হোক করবেন। তাই ৬ কিমি পাহাড়ি রাস্তায় হেঁটে নিজেই কোলে করে সর্প দংশনে আক্রান্ত কন্যা সন্তানকে শহরের হাসপাতালে নিয়ে যেতে উদ্যোগী হন। কিন্তু কিছুদূর যেতেই মৃত্যু হয় ফুটফুটে বাচ্চাটির।
সমগ্র ঘটনায় রোগীর আত্মীয়স্বজন জেলা প্রশাসনকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও রাস্তার মেরামতিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। বেহাল তার দশা। এমন অবস্থায় যে কোনো বিপর্যয় ঘটতে পারে। জেলা প্রশাসন অবশ্য এ মর্মান্তিক ঘটণার জন্য কন্যাসন্তানের মায়ের ঘাড়ে দায় চাপিয়েছেন। জেলা শাসক বলেছেন, তিনি আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন কিন্তু তা করেননি। উলটে বাচ্চাকে মোটর বাইকে নিয়ে গেলেন। পাহাড়ের পাদদেশে মিনি অ্যাম্বুলেন্স থাকে। তাতে নিয়ে গেলে এ সমস্যা হতো না বলেই তাঁর দাবি।
সমগ্র ঘটনায় লেগেছ রাজনীতির রঙ। তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই সমগ্র ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন । তাঁর মতে, ঠিকমতো রাস্তা না থাকায় দেড় বছরের শিশুকন্যাকে সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। খুবই মর্মান্তিক ঘটনা। এর জন্য রাজ্য সরকারই দায়ী। বিষয়টি ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
❤ Support Us