Advertisement
  • ভা | ই | রা | ল
  • জানুয়ারি ১৫, ২০২২

মরুভূমির বুক ঢাকা পড়েছে বরফের চাদরে।

আরম্ভ ওয়েব ডেস্ক
মরুভূমির বুক ঢাকা পড়েছে বরফের চাদরে।

জানুয়ারীর শুরুতে সৌদি আরবের উত্তর পশ্চিম এলাকায় আবহাওয়া খারাপ থাকায় শুরু হয় বরফপাত৷ যার ফলে সাহারা মরুভূমি বুক ঢেকে যায় বরপের সাদা চাদরে। তবে এই প্রথম নয় এর আগেও সাহারা মরুভূমিতে বরফ পাত ঘটেছে। ড্রোন থেকে তোলা ছবিতে দেখা গেছে ওয়াদ্র শহরের মরুভূমির পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে৷ তাম্বুকের কাছে স্থিত অল লার্জ পর্বতে বহু পর্যটক এসময় ভিড় জমান৷ গত বছর ফেব্রুযারিতেও বরফ পড়েছিল৷ সে সময় ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছল সেই তুষারপাত৷

সৌদি আরবের সরকারি সংবাদসংস্থা এসপিএ বরফের চাদরের নিচে ঢাকা গাড়ির ছবি পোস্ট করেছে৷ এছাড়াও অন্যান্য ছবিতে পর্যটকদের বরফ নিয়ে আনন্দ করতে দেখা যাচ্ছে৷ জবল-অল লাবজ, জবল অল তাহির, এবং জবল অলকান পাহাড় পুরো বরফে ঢেকে গেছে৷ পাহাড়ে ছড়িয়ে থাকা আমন্ড গাছগুলোও বরফের চাদর গায়ে জড়িয়েছে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!