শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে চালু হল হাসপাতাল ম্যানেজমেন্ট পাঠক্রম। কেবল মেয়েরাই এই কোর্সের আওতায় ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে পারবে। নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোক্তা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাভবন । বুধবার ই-পাঠক্রমের সূচনা করলেন নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় । বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অনেকদিন ধরে এরকম একটি বিষয়ের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স চালু করার প্রয়োজনীয়তা অনুভব করছি। সময়ের এই চাহিদা পূরণ করতে পেরে আমরা আনন্দিত। কোর্সটিতে থাকবে দুটি সেমিস্টার । দুটিতে থিওরির পাশপাশি হাতে কলমেও শিক্ষা দেওয়া হবে। অভিজ্ঞ শিক্ষকরা পড়াবেন। বিবেকানন্দ বিদ্যাভবনের সঙ্গে যৌথ উদ্যোগে এসএনইউ জনসংযোগ ও বিজ্ঞাপনের ওপরেও সংহত কোর্স চালু করবে, জানালেন ইউনির্বাসিটির উচ্চপদস্থ আধিকারিকরা ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34