Advertisement
  • দে । শ বৈষয়িক
  • সেপ্টেম্বর ১৬, ২০২৩

আন্তর্জাতিক স্বীকৃতির পথে আরো এক ধাপ এগোল এস.এন.ইউ। মাদ্রিদে, মুখ্যমন্ত্রীর সফর সঙ্গি, আচার্য সত্যমের সঙ্গে স্পেন বিস্ববিদ্যালয়ের মউ স্বাক্ষর

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তর্জাতিক স্বীকৃতির পথে আরো এক ধাপ এগোল এস.এন.ইউ। মাদ্রিদে, মুখ্যমন্ত্রীর সফর সঙ্গি, আচার্য সত্যমের সঙ্গে স্পেন বিস্ববিদ্যালয়ের মউ স্বাক্ষর

সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার কথা আগেই ঘোষণা করেছিলে এই বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে সেই লক্ষ্যে আরও অনেকটাই এগিয়ে গেলেন এসএনইউ-র আচার্য। এসএনইউ স্পেনের ইউনিভার্সিটি অফ ভ্যালাডোলিডের সঙ্গে একটি মউ স্বাক্ষর করলেন সত্যম রায়চৌধুরী।
সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরী এবং স্পেনের ইউনিভার্সিটি অফ ভ্যালাডোলিডের ডিরেক্টর জেনারেল গিলেরমো রডরিক মার্টিন এই মউ স্বাক্ষর করেন।
মউ স্বাক্ষর করে এসএনইউ-র আচার্য সত্যম রায়চৌধুরী বলেন, “দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে মউ স্বাক্ষরিত হল। আমরা চেষ্টা করব যাতে ভাবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষকরা পরস্পরের পাশে থাকেন। সাংস্কৃতিক আদানপ্রদানও চলবে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এমনকী গবেষনার ক্ষেত্রেও আমরা পরস্পরের পাশে থাকব।”
ইউনিভার্সিটি অফ ভ্যালাডোলিডের ক্যাম্পাসে তাদের নিজস্ব রবীন্দ্র ভবন আছে। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করে সত্যম রায়চৌধুরী বলেন, “ভ্যালাডোলিড বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে রবীন্দ্রনাথ সম্পর্কিত ২০ হাজার বইয়ের সংগ্রহ রয়েছে। ভারতের বাইরে কোথাও যদি রবীন্দ্রনাথ সম্পর্কে সবচেয়ে বেশি সংখ্যক বইয়ের সংগ্রহ থেকে থাকে তাহলে সেটা এই বিশ্ববিদ্যালয়েই রয়েছে। স্পেনে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কাজ হয়েছে, আমার খুব ভালো লাগছে এই রকম একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ সাক্ষর করে।”
“স্পেনের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনিভার্সিটি অফ ভ্যালাডোলিড”, জানালেন এই বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর জেনারেল গিলেরমো রডরিগ মার্টিন। তিনি বলেন, “সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সঙ্গে মউ সাক্ষর করতে পেরে আমরা খুবই আনন্দিত। আগামী কয়েক বছর আমরা পরস্পরের পাশে থেকে কার করব। রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে আমাদের কাজ শুরু হবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, পারফর্মিং আর্ট, ভিস্যুয়াল আর্টসেও আমাদের দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার আদান-প্রদান হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!