- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ১০, ২০২৪
‘জল্পনাই সত্যি’ শিরোনামে আমন্ত্রণ পত্র, জুনেই পরিণয় সোনাক্ষির

প্রবাদ বলে, যা রটে , তার কিছুটা তো বটে ! বেশ কিছুদিন ধরেই আরব সাগরের সমুদ্র গর্জন ছাপিয়ে শোনা যাচ্ছিল, বিয়ে করতে চলেছেন শত্রুঘ্ন তনয়া সোনাক্ষি। বাবা তৃণমূলের টিকিটে সাংসদ মনোনীত হতেই জল্পনায় সিলমোহর দিলেন ‘আকিরা গার্ল’। সে কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন গত দু বছর যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সেই অভিনেতা জাহির ইকবালের সঙ্গেই আগামী ২৩ জুন সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। বয়সে জাহির তাঁর বাগদত্তার থেকে দু বছরের ছোট।
‘গুঞ্জনই সত্যি’, এমন কথা নাকি লেখা রয়েছে সোনাক্ষির বিয়ের কার্ডে। তারকাদের মতো বিলাশবহুল ডেসটিনেশন ওয়েডিং নয়, তাঁর কর্মভূমি মুম্বইয়ের মাটিতেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। ঘনিষ্ঠ কজন আত্মীয় বন্ধুর উপস্থিতিতেই ‘শুভ কাজ’ সম্পন্ন করবেন তিনি। তবে শোনা গেছে শাহরুখ খান, সলমন খান, কাপুর ও বচ্চন পরিবারের সদস্যরাও আমন্ত্রিত হয়েছেন। কিছুদিন আগে ‘দ্য কপিল শর্মা’ শোয়ে তাঁকে বিবাহের কথা জিজ্ঞাসা করা হলে খুব সাবধানে তা পাশ কাটিয়ে যান সোনাক্ষি। অবশেষে গতকাল রাতে তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ে।
সম্প্রতি প্রকাশিত ‘হীরামান্ডি’ ওয়েবসিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বলিউডে সে অর্থে তাঁর কাজের সংখ্যা কম হলেও, অভিনয় নিয়ে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। তবুও প্রয়োজক, পরিচালকদের থেকে সেভাবে ডাক পান না আজকাল। তবে বনশালি নির্দেশিত ওয়েবসিরিজটিতে নিজেকে উজার করে দিয়েছেন সোনাক্ষি। শোনা যাচ্ছে, ‘হীরামান্ডি’-র দ্বিতীয় সিজনও খুব শীঘ্রই আসতে চলেছে। সেখানেও তিনি থাকছেন।
❤ Support Us