- এই মুহূর্তে
- মে ২১, ২০২২
রাজীব গান্ধীর ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রিয়াঙ্কা এবং সোনিয়া-র, টুইট রাহুলে-র
প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া অভিযুক্তদের মধ্যে একজন এ জি পেরারিভালানকে বুধবার মুক্তি দেয় সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ ধারার অধীনে ৩১ বছর পরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

ছবি: এএনআই ।
আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৩১তম মৃত্যুবার্ষিকীতে । দিল্লির বীরভূমিতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী । প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবং সচিন পাইলটও ।
Congress interim president Sonia Gandhi and Priyanka Gandhi pay homage to former Prime Minister Rajiv Gandhi on his 31st death anniversary at Vir Bhumi in Delhi. pic.twitter.com/3NVwviAQAr
— ANI (@ANI) May 21, 2022
রাজীব গান্ধীর পুত্র, কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইট করে শ্রদ্ধা নিবেদন করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমার বাবা একজন দুরদর্শি নেতা ছিলেন যাঁর নীতি আধুনিক ভারত তৈরিতে সাহায্য করে। উনি একজন দয়ালু এবং উদার মানুষ এবং আমার ও প্রিয়াঙ্কার খুব ভাল পিতা ছিলেন যিনি আমাদেরকে ক্ষমা এবং সহানুভুতির মূল্য শিখিয়েছিলেন। আমি তাঁকে এবং তাঁর সঙ্গে কাটানো সময়কে খুব মিস করি।’
১৯৯১ সালের ২১ মে রাজিব গান্ধীকে হত্যা করা হয়। তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী মিছিলে তাঁর উপর হামলা চালানো হয়। ধনু নামের এক মহিলা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ওই মহিলা সহ ১৪ জনের মৃত্যু হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া অভিযুক্তদের মধ্যে একজন এ জি পেরারিভালানকে বুধবার মুক্তি দেয় সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ ধারার অধীনে ৩১ বছর পরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।
❤ Support Us