Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১৮, ২০২৩

তেলেঙ্গানায় ক্ষমতায় এলে “মহালক্ষ্মী” প্রকল্পে মহিলাদের মাসিক ২৫০০ টাকা অনুদান, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার । নির্বাচনের আগে ঘোষণা সোনিয়া, রাহুলের

আরম্ভ ওয়েব ডেস্ক
তেলেঙ্গানায় ক্ষমতায় এলে “মহালক্ষ্মী” প্রকল্পে মহিলাদের মাসিক ২৫০০ টাকা অনুদান, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার । নির্বাচনের আগে ঘোষণা সোনিয়া, রাহুলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেও শেষ পর্যন্ত তাঁর পথেই ধীরে ধীরে হাঁটছেন দেশের তাবড় রাজনীতিবিদরা। এবার দেখা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটলেন সোনিয়া গান্ধি। হায়দ্রাবাদে সোনিয়ার ঘোষণা, “তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতলে মহিলাদের মাসে ২৫০০ টাকা করে ‘মহালক্ষ্মী’ প্রকল্পে দেওয়া হবে।” সোনিয়ার এই ঘোষণা পুনরায় উল্লেখ করে রাহুল গান্ধির ঘোষণা, “সোনিয়াজির ঘোষণা মতো তেলেঙ্গানায় কংগ্রেস বিধানসভা নির্বাচনে জিতলে মহিলাদের মাসে মহালক্ষ্মী প্রকল্পে মাসে ২৫০০ টাকা দেওয়ার পাশাপাশি ৫০০ তাকে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। মোদিজির উজ্জ্বল নয়, মহিলাদের স্থায়ী স্বস্তি দেবে কংগ্রেস।”

মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে ও নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল, বিধানসভা নির্বাচনে জিতে এলে তৃণমূল বাংলার সাধারণ মহিলাদের ৫০০ টাকা করে মাসে দেওয়া হবে এবং এসসি/এসটি মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতি “ট্রাম্পকার্ড”-এর কাজ করেছিল। সেই সময় বঙ্গ কবগ্রেস, সিপিএম, বিজেপি সবাই তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে ভিক্ষা দেওয়া বলে সমালোচনা করে বলেছিল, স্থায়ী উন্নয়ন , শিল্প, কর্মসংস্থানের ব্যবস্থা না করে তৃণমূল অনুদানের রাজনীতি করছে। অথচ এখন দেখা যাচ্ছে কংগ্রেস, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করেছে।

কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস মহিলাদের মাসিক ২০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে পরাজিত করে ক্ষমতায় এসেছে। এবার এই ফর্মুলা তেলেঙ্গানায় প্রয়োগ করার লক্ষ্যে সোনিয়া গান্ধী সোজা “মহালক্ষ্মী” প্রকল্পে সেই রাজ্যের মহিলাদের জন্য মাসে ২৫০০ টাকা অনুদানের কথা ঘোষণা করলেন। সঙ্গে রাহুলের ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডারের ঘোষণাও রইল হায়দ্রাবাদে। এদিকে বাংলায় বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে এখনই ঘোষণা করে দিয়েছেন, “বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।” প্রশ্ন একটাই , তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণার সময় কেন “কর্মসংস্থান না করে ভিক্ষা” দেওয়া হচ্ছে বলে সমালোচনা করা হয়েছিল?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!