- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১২, ২০২২
বিধিনিষেধ ভুললেই আগের মতো অবস্থা হতে পারে’, সতর্ক করল হু
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বার্তা দিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই করোনার নতুন রূপ বা ভ্যারিয়েন্ট হাজির হবে । ডেল্টার মারণ ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে এই ভ্যারিয়েন্ট । বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন শুক্রবার বলেছেন, ‘আমরা করোনাভাইরাসকে বিবর্তিত হতে দেখেছি, পরিবর্তিতও হতে দেখেছি। জানি, এই ভাইরাসের আরও রূপ থাকবে। তাই অতিমারী চলে গিয়েছে, এই গুজবে কান দিয়ে সতর্কতা ছাড়বেন না। করোনার নতুন ভ্যারিয়েন্ট যে কোনও সময় জন্মে যেতে পারে। আমারা আবার আগের পরিস্থিতিতে ফিরে পেতে পারি । তাই এখন কোনওভাবেই সতর্কতা বন্ধ করা যাবে না।
❤ Support Us






